PM Modi: আফগানিস্তান পরিস্থিতি নিয়ে সর্বদলীয় বৈঠক ডাকলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

অনলাইন ডেস্ক, ২৩ আগস্ট।। আফগানিস্তান পরিস্থিতি নিয়ে সর্বদলীয় বৈঠক ডাকলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার বিদেশমন্ত্রী এস জয়শংকর এই কথা জানিয়েছেন। আগামী ২৬ অগস্ট বৃহস্পতিবার সকাল ১১টায় এই সর্বদলীয় বৈঠক ডাকা হয়েছে।

তালিবানরা দ্বিতীয়বারের জন্য ক্ষমতায় আসার পর সেই দেশে ভারতের বিনিয়োগ এবং প্রতিরক্ষা ও দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী দিনে তালিবানদের সঙ্গে সম্পর্কের মেরুকরণ নিয়েও দেশের বিরোধী দলগুলোর নেতৃত্বের পরামর্শ চান মোদি। আজ অর্থাৎ সোমবার বিদেশ মন্ত্রী এস জয়শংকর একটি ট্যুইটে এই কথা জানিয়েছেন।

সংসদের ফ্লোর লিডারদের আফগানিস্তান সংক্রান্ত সমস্ত তথ্য সরবরাহ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বয়ং। এই বিষয়ে বিস্তারিত জানাবেন সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী। উল্লেখ্য, আফগানিস্তানের পরিকাঠামো নির্মানে ৩০০ কোটি ডলার বিনিয়োগ করে ভারত। সদ্য ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আশরাফ গনির আমলে আফগান সন্ত্রাসবাদী কার্যকলাপও ভারতের মাটিতে অনেক কম ছিল।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?