অনলাইন ডেস্ক, ২২ আগস্ট।। ইংলিশ প্রিমিয়ার লিগে টানা দ্বিতীয় জয় তুলে নিল লিভারপুল। দিয়োগো জোতা ও সাদিও মানের গোলে ঘরের মাঠে বার্নলিকে হারাল ইয়ুর্গেন ক্লপের দল। শনিবার অ্যানফিল্ডে ২-০ গোলে জয় তুলে নেয় অল রেডরা। ১৮ মিনিটে জোতার গোলে ম্যাচে পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পর দ্বিতীয়ার্ধের ৬৯ মিনিটে মানে ব্যবধান দ্বিগুণ করেন।
মাঝে মোহামেদ সালাহও বল জালে জড়িয়েছিলেন। কিন্তু সেটি বাতিল হয় ভিএআরে। নিজেদের প্রথম ম্যাচে নরিচ সিটিকে তাদেরই মাঠে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছিল লিভারপুল। শিরোপা পুনরুদ্ধার অভিযানে থাকা দলটি এদিন পুরো দল হিসেবে দুর্দান্ত খেলেছে। নিয়মিত অধিনায়ক জর্ডান হেন্ডারসন ফিরেছিলেন শুরুর একাদশে। তরুণ হার্ভে এলিয়টও তার প্রথম প্রিমিয়ার লিগ ম্যাচে খেলেছেন দারুণ। অ্যানফিল্ডের পুরো গ্যালারি ছিল দর্শকে পূর্ণ।
২০২০ সালের ১১ মার্চের পর অ্যানফিল্ডের ভরা গ্যালারিতে খেলল লিভারপুর। দিনের হিসেবে যা ৫২৮ দিন। ম্যাচে এদিন ঘটেছে আরেকটি উল্লেখযোগ্য ঘটনা। বার্নলির শুরুর একাদশের জার্সি নম্বর ছিল ১ থেকে ১১ পর্যন্ত! ইংল্যান্ডের শীর্ষ লিগে এমন ঘটনা এর আগে দেখা গিয়েছিল ১৯৯৮-৯৯ আসরে- দল চার্লটন। অবশ্য ম্যাচটা স্মরণীয় করতে পারেনি বার্নলি। আসরে এটি তাদের টানা দ্বিতীয় পরাজয়। নিজেদের প্রথম ম্যাচে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নের বিপক্ষে হেরেছিল দলটি।