অনলাইন ডেস্ক, ২২ আগস্ট।। বড় জয়ে সিরি’আর নতুন মৌসুম শুরু করেছে ইন্টার মিলান। শিরোপা ধরে রাখার অভিযানে ঘরের মাঠ সান সিরোতে নেরাজ্জুরিরা ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে জেনোয়াকো। নতুন কোচ সিমোনে ইনজাগির অধীনে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামা ইন্টার এগিয়ে যায় ষষ্ঠ মিনিটে।
এসি মিলান থেকে ইন্টারে নতুন যোগ দেওয়া টার্কিশ মিডফিল্ডার হাকান কালহানোগলুর ক্রসে হেডে জেনোয়ার জাল খুঁজে নেন মিলান স্ক্রিনিয়ার। ১৪তম মিনিটে এডিন জেকোর চাতুর্যপূর্ণ পাসে গোলের দেখা পান কালহানোগলুও। দ্বিতীয়ার্ধে ইন্টারের হয়ে বাকি গোল দুটি করেছেন আর্তুরো ভিদাল ও জেকো। এই ম্যাচ দিয়ে সিরি’আয় নিজের ২০০তম ম্যাচ খেললেন জেকো।
গত মৌসুমে ১১ মৌসুম পর স্কুদেত্তো জেতে ইন্টার। তবে এই শিরোপা জয়ের পথে নেরাজ্জুরিদের আক্রমণভাবে নেতৃত্ব দেন রোমেলু লুকাকু। ডাগআউটে ছিলেন আন্তনিও কন্তে। কিন্তু এবার এই দুজনই সানসিরো ছেড়েছেন। এই জয়ে এক ম্যাচে ৩ পয়েন্ট আদায় করে তালিকার শীর্ষে থাকল ইন্টার।