অনলাইন ডেস্ক, ২২ আগস্ট।। লেভান্তের বিপক্ষে মুখোমুখি হওয়ার আগে কোচ কার্লো আনচেলত্তির জন্য বড় সংবাদ হলো, দানি কারভাহালের ফেরা। সঙ্গে প্রথমবারের মতো এই মৌসুমে ডাক পেলেন জেসুস ভালেহো। তবে ৬ গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে ছাড়ায় মাঠে নামতে হবে রিয়ালকে।
চোট থেকে সেরে উঠেননি ফার্লান্দ মেন্দি, মার্সেলো, টনি ক্রুস, লুকা মদরিচ, দানি কেবায়োস ও মারিয়ানো দিয়াজ। কারভাহালকে রিয়ালের জার্সিতে শেষবার দেখা গিয়েছিল ২৭ এপ্রিল এস্তাদিও আলেফ্রেডো ডি স্তেফানোতে গত চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে। এরপর প্রাক-মৌসুমে আর খেলা হয়নি এই স্প্যানিশ রাইট-ব্যাকের।