অনলাইন ডেস্ক, ২২ আগস্ট।। ছেলেদের ১০০ বলের ক্রিকেটের প্রথম আসরে চ্যাম্পিয়নের মুকুট পরল সাউদার্ন ব্রেভ। লর্ডসের ফাইনালে বার্মিংহাম ফিনিক্সকে ৩২ রানে হারিয়েছে তারা। ব্রেভের দেওয়া ১৬৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৯ বলে ৪৬ রানের ঝোড়ো ইনিংস খেলেও ফিনিক্সকে জেতাতে পারেননি লিয়াম লিভিংস্টোন।
এই সপ্তাহের শুরুতে ব্রেভে যোগ দেওয়া টিম ডেভিড ৬০ মিটার দূর থেকে সরাসরি হিটে রানআউট করেন তাকে। ইঞ্চিখানেক দূরে দূরে থাকায় দুর্ভাগ্য বরণ করতে হয় লিভিংস্টোনকে। তখনো ফিনিক্সের ৫৫ বলে দরকার ছিল ৯৯ রান। কিন্তু ব্রেভের বোলিং নৈপুণ্যের সামনে আর লড়াই করতে পারেনি তাদের কেউ।
শিক্ষক থেকে দ্য হান্ড্রেড তারকা বনে যাওয়া জ্যাক লিনটটের বলে আউট হওয়ার আগে ফিনিক্সের হয়ে ৩০ বলে দ্বিতীয় সর্বোচ্চ ৩৬ রান আসে মঈন আলীর ব্যাট থেকে। ফিনিক্স থামে ৫ উইকেটে ১৩৬ রানে। এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে আইরিশ তারকা পল স্টার্লিংয়ের ৩৬ বলে ঝোড়ো ৬১ রানের সুবাদে ৫ উইকেটে ১৬৮ রান করে ব্রেভ।
এছাড়া ১৯ বলে ৪৪ রানের দানবীয় ইনিংস খেলেন রস হোয়াইটলি। দ্য হান্ড্রেডের প্রথম আসরে সিরিজ সেরা হয়েছেন লিভিংস্টোন। ম্যাচ সেরা হয়েছেন স্টার্লিং। সংক্ষিপ্ত স্কোর
[contact-form][contact-field label=”Name” type=”name” required=”true” /][contact-field label=”Email” type=”email” required=”true” /][contact-field label=”Website” type=”url” /][contact-field label=”Message” type=”textarea” /][/contact-form]
[contact-form][contact-field label=”Name” type=”name” required=”true” /][contact-field label=”Email” type=”email” required=”true” /][contact-field label=”Website” type=”url” /][contact-field label=”Message” type=”textarea” /][/contact-form]
সাউদার্ন ব্রেভ: ১৬৮/৫ (১০০ বল): স্টার্লিং ৬১ (৩৬), হোয়াইটলি ৪৪* (১৯) ফিনিক্স: ১৩৬/৫ (১০০ বল): লিভিংস্টোন ৪৬ (১৯) ব্রেভ ৩২ রানে জয়ী।