Vandalism: বিদ্যুৎ নিগমের খোয়াই মহকুমা অফিসে রাতের অন্ধকারে হামলা, ব্যাপক ভাঙচুর

স্টাফ রিপোর্টার, খোয়াই, ২১ আগস্ট।। বিদ্যুৎ নিগমের খোয়াই মহকুমা অফিসে রাতের অন্ধকারে দুষ্কৃতীরা প্রবেশ করে আসবাবপত্র ও কম্পিউটার ভাঙচুর ও কর্মচারীদের মারধর করে৷

আলমারি ভেঙে অফিসের কাগজপত্র তছনছ করে অফিসের মধ্যে আগুন লাগানোর চেষ্টা করে বলে অভিযোগ৷ ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত এগারোটা নাগাদ৷ কয়েক জন কর্মচারীও আহত হন৷ জানা গেছে, দুষৃকতিকারীরা প্রায় আধণ্টারও বেশি সময় হামলা চালিয়ে যায়৷

হামলাকারীরা প্রথমেই নিগম অফিসের কল সেকশনের আসবাবপত্র ভাঙচুর করে৷ তারপর নিগমের জেনারেল সেকশনে গিয়ে পর পর দুইটি কম্পিউটার ও আসবাবপত্র ভেঙে চুরমার করে দেয়৷ আলমারি থেকে সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র বের করে ছিঁড়ে ফেলে দেয়৷

অফিসে রাত্রিকালীন ডিউটিতে থাকা কর্মীদের মারধর শুরু করতেই কর্মীরা পালিয়ে যেতে পারলেও এক দিব্যাঙ্গ কর্মী পালিয়ে যেতে না পারায় দুষ্কৃতীদের মারধরে আহত হয়৷

খবর পেয়ে খোয়াই থানার পুলিশ ছুটে আসে নিগম অফিসে৷ এর আগে দুষ্কৃতীরা গা ঢাকা দেয়৷ পুলিশ এসে আহত দিব্যাঙ্গ কর্মীকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে যায়৷

খোয়াই নিগমের সিনিয়র ম্যানেজার নিহার দেববর্মা জানান, শুক্রবার সন্ধ্যা সাতটার পর খোয়াই শহরে বিদ্যুৎ পরিষেবায় গোলযোগ দেখা দেয়৷ বিদ্যুৎ গোলযোগ সারাইয়ের কাজে কর্মীরা বেরিয়ে পড়ে৷ মেরামত করে সাড়ে দশটা নাগাদ সরকারি আবাসে আসেন৷

রাত এগারোটা নাগাদ এক কর্মচারী ফোন করে জানান কে বা কারা অফিসে ভাঙচুর করছে৷ তখন ফোন করে পুলিশকে হামলার খবর দিয়েছেন৷ কী কারণে হামলা চালিয়েছে দুষ্কৃতীরা? এই প্রশ্ণ করতেই এড়িয়ে যান সিনিয়র ম্যানেজার৷

উল্লেখ্য, গ্রাহকদের অভিযোগ, বিদ্যুৎ নিগম চলছে মর্জিমাফিক৷ চূড়ান্ত নিষ্ক্রিয়তা নিগমের৷ এতে ক্ষোভ বাড়ছে মানুষের মধ্যে৷ অভিযোগ, বিদ্যুৎ লাইনের ত্রুটি ও সারাই করা হয় না যথাসময়ে৷

নিগমের ল্যান্ড লাইনের ফোনের রিসিভার তুলে রাখা হয়৷ ফলে দুর্ঘটনার খবরও জানানোর কোন উপায় নেই৷ বারবার কল করেও কাজ হয় না৷

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?