Rakhi Bandhan: বিএসএফ জওয়ানদের হাতে রাখি পরিয়ে দিলেন কেয়ার সামাজিক সংস্থার মহিলা কর্মকর্তারা

স্টাফ রিপোর্টার, আগরতলা, ২১ আগস্ট।। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সৌভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে দিতে রাখি বন্ধন উৎসবের সূচনা করেছিলেন। কবিগুরুর সেই প্রয়াস আজও সমসাময়িক। রাখি বন্ধন উৎসব বিশেষ করে বাঙালি সমাজ ব্যবস্থায় খুবই জনপ্রিয় হয়ে উঠেছে।

কেয়ার সামাজিক সংস্থার পক্ষ থেকে শনিবার লঙ্কামুরা বিএসএফের একশো কুড়ি নম্বর ব্যাটালিয়নের ডি কোম্পানি জওয়ানদের হাতে রাখি পরিয়ে দেওয়া হয়। কেয়ার সামাজিক সংস্থার বোনেরা রাখি পরিয়ে দেওয়ার পাশাপাশি তাদের হাতে মিষ্টির প্যাকেট তুলে দেন।

রাখি বন্ধন উৎসব এর উদ্দেশ্য সম্পর্কে বলতে গিয়ে কেয়ার সামাজিক সংস্থার নেত্রীরা বলেন, আমাদেরকে রক্ষা করার জন্য বিএসএফের জওয়ানরা বহু দূর দূরান্ত থেকে সীমান্ত এলাকায় এসে দায়িত্ব পালন করে চলেছেন। দেশ ও দেশ মাতৃকাকে রাখার জন্য তারা মা-বাবা স্ত্রী-সন্তানসহ আত্মীয় স্বজনদের কাছ থেকে অনেক দূরে থাকেন।

সে কারণেই তাদের কে আপন করে নেওয়ার লক্ষ্যে কেয়ার সামাজিক সংস্থার পক্ষ থেকে রাখি বন্ধন উৎসবের দিনে প্রতিটি বিএসএফ জওয়ান ও অফিসারের হাতে রাখি পরিয়ে দিয়ে তাদের প্রতি সৌভ্রাতৃত্বের বার্তা দিয়েছে সংস্থার কর্মীরা।

শালবাগান বিএসএফ প্রধান কার্যালয় ও তারা প্রত্যেক অফিসার জওয়ানের হাতে রাখি পরিয়ে দিয়ে প্রত্যেককে ভাই হিসেবে বরণ করে নেবে।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?