Postmortem: গর্ভবতী মহিলার মৃতদেহ ময়নাতদন্তে নিয়ম নীতি না মানার গুরুতর অভিযোগ

স্টাফ রিপোর্টার, আগরতলা, ২১ আগস্ট।।
আইজিএম হাসপাতালের এক গর্ভবতী গৃহবধূর মৃত্যু হয়৷ সেই গৃহবধূর মৃত দেহটি আইজিএম হাসপাতাল থেকে জিবি হাসপাতালে রেফার করা হয় ময়না তদন্তের জন্য৷

পশ্চিম মহিলা থানার পক্ষ থেকে একজন কনস্টেবলকে পাঠানো হয় ময়না তদন্ত করার জন্য৷

জিবি হাসপাতালে আনার পর মৃতদেহটি করোনার টেস্ট করার জন্য বলা হয়৷ কিন্তু পশ্চিম মহিলা থানার পুলিশ সেই কনস্টেবল করোনা টেস্ট করতে অনীহা প্রকাশ করেন৷ তিনি জানান, ফর্ম ফিলআপ করতে হয়৷

ওই মহিলা কনস্টেবল জানান, ফর্ম ফিল আপ করতে পারবেন না৷ তারপর রোগীর পরিবারের লোকজনকে এই বিষয়টা জিজ্ঞাসা করতেই উত্তেজিত হয়ে পড়েন সেই মহিলা কনস্টেবল৷

যতটুকু জানা যায়, ময়নাতদন্ত করতে গেলে অ্যাসিস্ট্যান্ট সাব-ইনস্পেক্টর কিংবা একজন সাব-ইনস্পেক্টরের প্রয়োজন হয়৷

সেক্ষেত্রে কেউ আসেনি জিবি হাসপাতালে৷ এই নিয়ে উত্তেজনা সৃষ্টি হয় প্রতিনিয়ত৷ পশ্চিম মহিলা থানার পুলিশ পূর্ব মহিলা থানার পুলিশ কনস্টেবল দিয়ে কাজ চালিয়ে যাচ্ছে৷

এই নিয়ে  অনেক প্রশ্ণ দেখা দেয়৷ জানা যায়, মৃত গৃহবধূর নাম নমিতা কপালি৷ বয়স ৩৩৷ স্বামীর নাম লিটন মোদক৷ বাড়ি জিরানিয়া এলাকায়৷

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?