স্টাফ রিপোর্টার, আগরতলা, ২১ আগস্ট।। বিজেপি, সিপিআইএম এবং কংগ্রেস দল ছেড়ে ৩৫ পরিবারের ৮৬ জন ভোটার তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। তৃণমূল কংগ্রেস নেতা সুভাষ ভৌমিকের বাড়িতে আনুষ্ঠানিকভাবে তাদেরকে দলে বরণ করে নেওয়া হয়।
শনিবার লালবাহাদুর চৌমুহনী স্থিত তৃণমূল কংগ্রেস নেতা সুবল ভৌমিক এর বাড়ীতে এক যোগদান সভা অনুষ্ঠিত হয়। তৃণমূল কংগ্রেসে আজ ৩৫ পরিবারের ৮৬ জন ভোটার যোগদান করেন ।
বিভিন্ন দল থেকে তারা তৃণমূল কংগ্রেসের পতাকাতলে সামিল হয়েছেন। দলীয় নেতা সুবল ভৌমিক তাদের হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা দিয়ে বরণ করে নেন।
সভায় বক্তব্য রাখতে গিয়ে সুবল ভৌমিক বলেন এ রাজ্যের মানুষ তৃণমূল কংগ্রেসের ওপর আস্থা ও বিশ্বাস থেকে দলকে শক্তিশালী করার জন্য এগিয়ে আসতে শুরু করেছেন। রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির গুরুতর অভিযোগ করেছেন তিনি।