স্টাফ রিপোর্টার, উদয়পুর, ২১ আগস্ট।। উদয়পুর মহকুমা শাসকের নিকট বিভিন্ন দাবি নিয়ে ডেপুটেশন প্রদান করেন চাকরিচ্যুত শিক্ষকরা৷ শনিবার উদয়পুর বিভাগের আমরা ১০৩২৩ সংগঠনের ছয়জনের একটি প্রতিনিধি দল চাকরিচ্যুত শিক্ষক-শিক্ষিকাদের বর্তমান জ্বলন্ত সমস্যা সমাধানের জন্য উদয়পুর মহকুমার মহকুমা শাসক অনিরুদ্ধ রায়ের সাথে সাক্ষাৎ করে তাদের দাবির প্রতিলিপি তুলে দেন৷
এদিন মুখ্যত যে দাবিগুলোকে সামনে রেখে ডেপুটেশন দেওয়া হয় এর মধ্যে উল্লেখযোগ্য হলো চাকরির স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত তাদের ঋণের কিস্তি স্থগিত রাখা।
যারা গ্যারান্টার আছে তাদের বেতন আটকে রেখে তাদেরকে যে হয়রানি করা হচ্ছে তা বন্ধ করা৷ তাছাড়া ব্যাঙ্ক কর্তৃপক্ষ চাকরিচ্যুত পরিবারগুলির সম্পত্তির উপর যে হস্তক্ষেপ তা বন্ধ করা এবং দ্রুত সরকারের হস্তক্ষেপের দাবি জানান৷
এছাড়া ইতিমধ্যে চাকরিচ্যুতদের ১০৬ জন শিক্ষক-শিক্ষিকা মানসিক ও শারীরিক যন্ত্রণায় মৃত্যুর কোলে ঢলে পড়েন৷ তাদের পরিবারকে ডাই ইন হারনেসে চাকরির ব্যবস্থা করা৷
এদিন মহকুমা শাসকের সঙ্গে প্রতিনিধি দলের সদর্থক আলোচনা করা হয় বলে জানান কমিটির সদস্য পার্থ প্রতীম রায়৷ এদিনের ডেপুটেশনে প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন সঞ্জিত দাস, সুকান্ত ভৌমিক, জয়ন্ত সরকার, মাখন দেবনাথ, শাহিদ মিয়া,রাজু মিয়া প্রমুখ৷