স্টাফ রিপোর্টার, আগরতলা, ২১ আগস্ট।। গণতন্ত্র ও আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠা সহ ১৮ দফা দাবিতে বামপন্থী আইনজীবীরা গণ অবস্থান করেন৷
শনিবার আগরতলার সিটি সেন্টারের সামনে সারা ভারত আইনজীবী ইউনিয়নের রাজ্য কমিটির আহ্বানে দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত দুই ঘণ্টার গণ-অবস্থান করা হয়৷ ইউনিয়ন রাজ্য কমিটির সভাপতি আইনজীবী হরিবল দেবনাথ বলেন, রাজ্যের গণতন্ত্র বিপন্ন৷
আইনের শাসন ভেঙে পড়েছে৷ আইনের শাসন প্রতিষ্ঠা, গণতন্ত্র পুনরুদ্ধার করার জন্য এই গণ অবস্থান করা হয়৷ পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করছে না৷ উল্টে যারা আক্রান্ত হচ্ছে তাদের বিরুদ্ধে মামলা নিয়ে গ্রেপ্তার করা হচ্ছে৷
পেগাসাস নিয়ে সরব হয়েছে গোটা দেশ৷ রাজনীতিবিদ থেকে শুরু করে বহু মানুষের উপর নজরদারি চালানো হচ্ছে৷ ব্রিটিশ আমলের পরিমার্জিত আইন বিনা বিচারে গ্রেপ্তার করার আইন বাতিলের দাবি জানান তিনি৷
তিনি আরো বলেন সরকারি কর্মচারীদের সপ্তম পে কমিশন প্রধান করবে বলে আশ্বাস দিয়ে সরকার প্রতিষ্ঠা করেছে, এখন তারা সরকারে এসে সাড়ে তিন বছরের মাথায় বলছে সরকারের বিরুদ্ধে মিটিং-মিছিল করলে কর্মচারীদের হাত-পা ভেঙে দেবে৷ এগুলি বর্বরতা ছাড়া আর কিছু নয়৷
তাই আজকে ধর্না থেকে সরকারের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে জানানো হচ্ছে সরকার যদি অবিলম্বে দাবি পূরণ না করে তাহলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবে এ আইনজীবী সংগঠনটি৷
এমনকি সম্প্রতি রাজ্যের পাঁচটি সংবাদ- মাধ্যমকে বন্ধ করে দিয়েছে৷ সরকারের বিরুদ্ধে মুখ খুললে এ ধরনের অগণতান্ত্রিক কাজ করছে তারা৷ গণতন্ত্রের প্রতি তাদের শ্রদ্ধা নেই বললেই চলে৷
মানুষ যখন গণতন্ত্র নিয়ে কথা বলে তখন তারা মানুষকে জেলে ঢুকিয়ে দিচ্ছে৷ সুতরাং তাদের এ ধরনের ভূমিকায় সর্বত্র নিন্দার ঝড় বইছে৷ এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভাস্কর দেববর্মা সহ সংগঠনের বরিষ্ঠ সদস্যরা৷