স্টাফ রিপোর্টার, আগরতলা, ২১ আগস্ট।। একদিন বাদে করোনা সংক্রমণ অনেকটাই বাড়লো রাজ্যে৷ নতুন করে সংক্রমণ সেঞ্চুরি হাঁকিয়েছে৷ বহু মানুষ করোনার উপসর্গ নিয়ে অফিস আদালতে যাচ্ছে৷
করোনা সনাক্ত করতে নমুনা পরীক্ষা করছে না৷ লক্ষ্য করা যাচ্ছে উপসর্গ মারাত্মক আকার ধারণ করলে শারীরিক অবস্থার অবনতি ঘটলে হাসপাতালে ছুটে যাচ্ছে৷ শুধু তাই নয়, লাগামহীনভাবে বাড়ছে রাজনৈতিক কর্মসূচি৷
কোভিড আইন অনুসারে ১০০ জনের অধিক লোক সমাগম বা রাজনৈতিক জামায়াতের উপর বিধি নিষেধ থাকলেও রাজনৈতিক দলগুলি সরকারি আইনকে কোন ভাবেই তোয়াক্কা করছে না৷
ফলে সংক্রমণ পুনরায় মাথাচাড়া দিতে শুরু করেছে৷ গত ২৪ ঘণ্টায় ৬,৪২৯ জনের নমুনা পরীক্ষা করে ১১৫ জনের সংক্রমণ সনাক্ত হয়৷
পশ্চিম জেলা করোনা নতুন করে আক্রান্তের সংখ্যা ৪৪ জন, সিপাহীজলা জেলায় ৪ জন, খোয়াই জেলায় ৬ জন, গোমতী জেলায় ১৭ জন, দক্ষিণ জেলায় ১৭ জন, ধলাই জেলায় ৩ জন, ঊনকোটি জেলায় ১৪ জন এবং উত্তর জেলায় ১০ জন৷ সক্রিয় রোগীর সংখ্যা ১,১৪০ জন৷
পজিটিভিটি হার বর্তমানে রয়েছে ১.৭৯ শতাংশ৷ মৃত্যুর হার ০.৯৬ শতাংশ৷ সুস্থতার হার ৯৭.৬৫ শতাংশ৷ মৃত্যু হয়নি কারোর৷ তবে উদ্বেগের বিষয় হয়ে উঠছে সংক্রমণ নিয়ে মানুষের অসচেতন মনোভাব৷