Theft: পৃথক জায়গায় চুরি, স্বর্ণালঙ্কার ও ইমিটেশনের গয়না নিয়ে চম্পট দিল চোরের দল

স্টাফ রিপোর্টার, আগরতলা, ২০ আগস্ট৷৷ দিন-দুপুরে গৃহস্থের ঘরে হানা চোরেদের৷ ঘটনা লেফুঙ্গা থানাধীন বামুটিয়া রথখোলা এলাকায়৷ শুক্রবার গোপাল রায় নামে এক ব্যক্তির বাড়ির লোকেদের অনুপস্থিতির সুযোগে ঘরের পেছনের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে চোরের দল৷

আলমারির লকার ভেঙে সমস্ত মূল্যবান অলঙ্কার টাকা খোঁজ করে চোরের৷ স্বর্ণালঙ্কার ভেবে একাধিক ইমিটেশনের গয়না নিয়ে গেছে৷ নিয়ে গেছে একটি মোবাইল ফোন৷

এই রথখলা এলাকায় বিগত প্রায় ছয়মাসে দুটি ছিনতাইয়ের ঘটনা এবং এই চুরির ঘটনা সংগঠিত হয়েছে৷ স্থানীয়দের দাবি এই ধরনের চুরি এবং ছিনতাইয়ের ঘটনাগুলো রোধ করতে কঠোর এবং পরিকল্পিত পদক্ষেপ গ্রহণ করুক পুলিশ৷

এদিকে, এয়ারপোর্ট থানা এলাকার গান্ধিগ্রামেও দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে৷ চোরের দল পঙ্কজ চক্রবর্তীর বাড়িতে হানা দিয়ে তিন ভাইয়ের ঘর থেকে প্রায় ১৫ লক্ষ টাকার সোনাগয়না হাতিয়ে নিয়ে গেছে৷

জানা যায়, পরিবারের লোকজনদের অনুপস্থিতির সুযোগকে কাজে লাগিয়েই এই চুরির ঘটনা সংগঠিত করেছে চোরের দল৷ বামুটিয়ার রথখোলা এলাকার এক বাড়িতেও চুরি হয়েছিল৷

সেই বাড়ি থেকে চুরি করে নিয়ে আসা একটি মোবাইল ফোন গান্ধিগ্রামের পঙ্কজ চক্রবর্তীর বাড়িতে ফেলে গেছে চোরের দল৷ একই দল এই ঘটনায় জড়িত৷ এয়ারপোর্ট থানার পুলিশ ডগস্কোয়াড নিয়ে তল্লাশি তৎপরতা শুরু করেছে৷

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?