স্টাফ রিপোর্টার, ধর্মনগর, ২১ আগস্ট।। সকলের জন্যই বিদ্যুৎ অতি অত্যাবশ্যকীয়। বিদ্যুৎ পরিষেবাকে আরও নির্ভরযোগ্য করে তোলার প্রয়াস নেওয়া হয়েছে। বিদ্যুৎ পরিষেবাকে গুণমান সম্পন্ন এবং নিরবিচ্ছিন্ন করার লক্ষ্যে পরিকাঠামোগত উন্নয়নে গুরুত্ব দেওয়া হয়েছে।
আজ ধর্মনগর শহরের পাওয়ার হাউসে ৩৩ কেভি পাওয়ার সাবস্টেশনের উদ্বোধন করে একথাগুলি বলেন উপমুখ্যমন্ত্রী তথা বিদ্যুৎ মন্ত্রী যীষ্ণু দেববর্মা।
এই সাবস্টেশনে দু’টি আট এমভিএ ক্ষমতা সম্পন্ন পাওয়ার ট্রান্সফরমার চালু করেন তিনি। বক্তব্য রাখতে গিয়ে উপমুখ্যমন্ত্রী বলেন, বিদ্যুৎ পরিকাঠামোকে মজবুত করার লক্ষ্যে কাজ হচ্ছে। যুদ্ধকালীন তৎপরতায় রাজ্যের বিভিন্ন স্থানে চালু করা হচ্ছে বিদ্যুৎ সাব স্টেশন, উচ্চ ক্ষমতা সম্পন্ন ট্রান্সফরমার।
তিনি বলেন, বিদ্যুৎ গ্রাহকও বেড়েছে। সৌভাগ্য যোজনায় বিগত কয়েক বছরে ব্যাপক সংখ্যায় বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। শহর গ্রাম সব এলাকার গ্রাহকদের ২৪x৭ বিদ্যুৎ পরিষেবা দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছে বর্তমান সরকার। পরিকাঠামোগত উন্নয়ন করার জন্য এডিবি থেকে অর্থ নেওয়া হচ্ছে। তবু বিদ্যুৎ এর মাশুল বাড়ানো হয়নি।
বিদ্যুতের পরিকাঠামোগত উন্নয়নমূলক কাজগুলিও দ্রুততার সাথে বাস্তবায়ণ করা হচ্ছে বর্তমানে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, উত্তর ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি ভবতোষ দাস। স্বাগত বক্তব্য রাখেন ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ উন্নয়ন নিগমের ম্যানেজিং ডিরেক্টর এম এস কেলে।
ধন্যবাদসূচক বক্তব্য রাখেন নিগমের ডিরেক্টর (টেকনিক্যাল) দেবাশিষ সরকার। অনুষ্ঠানে উত্তর ত্রিপুরা জেলার জেলাশাসক ও সমাহর্তা নাগেশ কুমার বি. ধর্মনগরের মহকুমা শাসক কমলেশ বিদ্যুৎ উন্নয়ন নিগমের উচ্চ পদস্থ আধিকারিকগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ইন্টিগ্রেটেড পাওয়ার ডেভেলপমেন্ট স্কীমে (আইপিডিএস) এই ৩৩ কেভি পাওয়ার সাব স্টেশনটি করা হয়েছে। মোট ব্যয় হয়েছে সাত কোটি ১৮ লক্ষ টাকা। এই পাওয়ার সাবস্টেশনটি চালু হওয়ার ফলে প্রায় ১৫ হাজার বিদ্যুৎ গ্রাহক উপকৃত হবেন।