স্টাফ রিপোর্টার, তেলিয়ামুড়া, ২১ আগস্ট।।
তেলিয়ামুড়া বনদপ্তরের কর্মীরা শুক্রবার রাতে অভিযান চালিয়ে একটি মারুতি গাড়ি সহ প্রচুর পরিমাণ মূল্যবান অবৈধ চেরাই সেগুন কাঠ উদ্ধার করেছে। তেলিয়ামুড়া বনদপ্তরের অধীন আঠারো মুড়া পাহাড়ের ৩৯ মাইল এলাকায়।
ঘটনার বিবরণে জানা যায় TR01B -0429 নম্বরের একটি মারুতি গাড়ি আঠারো মুড়া পাহাড়ের ৪৭মাইল এলাকার গভীর বনাঞ্চলে প্রবেশ করে রাতের অন্ধকারে অবৈধ চেরাই সেগুন কাঠ গাড়িতে লোডিং করার জন্য। এই খবরের ভিত্তিতে তেলিয়ামুড়া বনদপ্তরের কর্মীরা শুক্রবার রাতে আঠারো মুড়া পাহাড়ের ঘন বনাঞ্চলের ৪১ মাইল এলাকায় প্রত্যক্ষ করে অবৈধ কাঠ বোঝাই মারুতি গাড়ি আসছেে।
বনকর্মীরা গাড়িটির পিছু দাওয়া করে এবং ৩৯মাইল এলাকায় এসে বনকর্মীরা গাড়িটি আটক করে। এতেই আসে সাফল্য। পড়ে তেলিয়ামুড়া বনদপ্তরের কর্মীরা আটককৃত অবৈধ কাঠ সহ গাড়িটিকে তেলিয়ামুড়াস্থিত গামাই বাড়ি ফরেস্ট রেঞ্জ অফিসে নিয়ে আসে।
এ ব্যাপারে তেলিয়ামুড়া বনদফতরের এক আধিকারিক জানান,গাড়ি এবং গাড়িতে থাকা অবৈধ চেরাই সেগুন কাঠের বাজারমূল্য প্রায় আনুমানিক ৮০হাজার টাকা হবে।
তিনি আরো জানান, অবৈধ কাঠ বোঝাই মারুতি গাড়িতে থাকা চালক ও এক ব্যক্তি ঘন বনাঞ্চলের দিকে রাতের অন্ধকারে পালিয়ে যেতে সক্ষম হয়।
তেলিয়ামুড়া বনদপ্তরের অফিস সূত্রে খবর একই রাতে ঘন বনাঞ্চলে বহুমূল্যবান সেগুন কাঠ ৫টি গাড়িতে লোডিং করা হলে বনকর্মীদের নাকের ডগা দিয়ে ৪টি গাড়ি বন কর্মীদের হাতের নাগাল থেকে বেরিয়ে যায় ।
একটি গাড়ি বনকর্মীরা আটক করে নিয়ে আসে লোক দেখানোর জন্য ।এমনটাই ৪৮মাইল, ৪৭মাইল,৪৩মাইল,৪১মাইল,৩৯মাইল সহ জুমবাড়ী এলাকা সূত্রে খবর।
উক্ত এলাকাগুলিতে কান পাতলে এও শোনা যায়, কোনো এক অজ্ঞাত কারণে অবৈধ কাঠ বোঝাই গাড়িতে থাকা চালক ও গাড়িতে থাকা সহ চালককে পালিয়ে যাওয়ার জন্য এক প্রকার সাহায্যের হাত বাড়িয়ে দেয় বনকর্মীরা, এমনটাই এলাকা সূত্রে খবর।