স্টাফ রিপোর্টার, ধর্মনগর, ২০ আগস্ট৷৷ করোনা কারফিউর কারণে ধর্মনগর-আগরতলার মধ্যে যাতায়াতকারি দুটি ডেমু ট্রেন বন্ধ হয়ে গিয়েছিল৷ এমনকি ধর্মনগর-শিলচরের মধ্যে সকালে একটি যাওয়ার এবং সন্ধ্যায় একটি ফেরার জন্য ট্রেন চালু ছিল৷
যেই মাত্র করোনার প্রকোপ বাড়তে থাকে, করোনা কারফিউ বলবৎ করা হয় সবগুলি ট্রেনই বন্ধ করে দেওয়া হয়৷ এখন ধর্মনগর- আগরতলা এবং আগরতলা- ধর্মনগর দু’টি ট্রেন চললেও শিলচর পর্যন্ত কোনো ট্রেন চলছে না৷
উপাধ্যক্ষ বলেন, কেন্দ্রে এবং রাজ্যে উভয় ক্ষেত্রেই বিজেপি সরকার থাকা সত্ত্বেও, কিছু সংখ্যক রেল কর্মকর্তার কারণে ধর্মনগরবাসী রেল পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন৷
মালিগাঁও এবং লামডিং-এর রেল কর্মকর্তাদের কারণে ধর্মনগরকে বঞ্চিত করে রাখা হয়েছে৷ বারে বারে উপাধ্যক্ষ রেল কর্মকর্তাদের সাথে যোগাযোগ করেও এখনো সদুত্তর পাওয়া যাচ্ছে না৷
তিনি পরিষ্কারভাবে জানিয়ে দেন এমন অবস্থা চললে অর্থাৎ কয়েকদিনের মধ্যে পরিষেবা চালু না হলে, তিনি ধর্মনগর স্টেশনে গণধর্নায় বসবেন৷