Protest: পঃবঙ্গে রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীর উপর বর্বরোচিত নির্যাতন, আগরতলায় প্রতিবাদ আন্দোলন

স্টাফ রিপোর্টার, আগরতলা, ২০ আগস্ট।। বিবেকানন্দ বিচার মঞ্চ এর উদ্যোগে আগরতলা শহরে এক বিশাল প্রতিবাদ মিছিল করা হয়।
প্রসঙ্গত গত ১৯ শে আগস্ট পশ্চিমবঙ্গে রামকৃষ্ণ মিশনের এক জন নিরীহ সন্ন্যাসীর উপর বর্বরোচিত নির্যাতন চালায় সেখানকার শাসক দল তৃণমূল আশ্রিত গুন্ডা বাহিনী। সন্ন্যাসী তার আশ্রমে নির্জলা উপবাস (একাদশী) পালন করছিলেন।

হিন্দু সনাতন ধর্মের রীতি অনুযায়ী সন্ন্যাসীরা একাদশী পালন করেন সারা দেশেই। কিন্তু আজকাল সেই একাদশী পালন পশ্চিমবঙ্গে বড় অপরাধ হয়ে দাঁড়িয়েছে। তৃণমূল আশ্রিত গুণ্ডারা একাদশীর কথা শুনে রেগে আগুন হয়ে যায়। সন্ন্যাসীকে ফরমান জারি করা হয় একাদশী ভাঙতে।

কিন্তু সন্ন্যাসী তার স্বাভাবিক রীতি ও ধর্মের নিয়ম মেনে একাদশী চালিয়ে যান। তিনি সপ্নেও ভাবেননি এমন ভয়ানক পরিস্থিতির শিকার হবেন। ফরমান জারির কিছুক্ষণ পরেই তৃণমূল এর গুন্ডা বাহিনী মদ মাংস নিয়ে প্রবেশ করে পবিত্র আশ্রমে।

সন্ন্যাসীকে জোর করে মদ খাওয়ানোর চেষ্টা করে। অসহায় সন্ন্যাসী হাতে পায়ে ধরে নিজের ধর্ম রক্ষার ভিক্ষা চায়। কিন্তু কেউ শুনল না সন্ন্যাসীর করুন আর্তনাদ। মদ খাওয়াতে না পেরে গুন্ডা বাহিনী লাথি ঘুষি মারতে থাকে সন্ন্যাসীকে।

সন্ন্যাসী মাটিতে লুটিয়ে পড়ে প্রাণ ভিক্ষা চায় তার পরও চলতে থাকে অকথ্য অত্যাচার। না পুলিশ তার কাজ করল, না মমতা ব্যানার্জী তার দ্বায়িত্ব পালন করলেন। পশ্চিমবঙ্গে না আছে আজ গণতন্ত্র না আছে ধর্ম কর্মের স্বাধীনতা।

নিরীহ সন্ন্যাসীর উপর এই অত্যাচারের বিরুদ্ধে আজ আগরতলায় গর্জে উঠল বিবেকানন্দ বিচার মঞ্চ। মঞ্চের কার্যকর্তারা শহরের রাজপথে নেমে পড়ে। অপরাধীদের অবিলম্বে গ্রেপ্তার করার দাবিতে গর্জে উঠে বিবেকানন্দ বিচার মঞ্চ।

নিরীহ মানুষের উপর অত্যাচার বন্ধ না হলে দেশ জুড়ে আন্দোলনের হুমকি দিয়েছেন বিচার মঞ্চের সভাপতি রাজীব ভট্টাচার্য। পশ্চিমবঙ্গ জুড়ে আজ যে অরাজক পরিস্থিতি চলছে তার তীব্র সমালোচনা করে শ্রী ভট্টাচার্য।

ত্রিপুরায় ও পশ্চিমবঙ্গের অনুরূপ পরিস্থিতি সৃষ্টি করার অপপ্রয়াস চালাচ্ছে তৃণমূল। সেদিকে সতর্ক থাকতে অনুরোধ করেন সংগঠনের সভাপতি।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?