অনলাইন ডেস্ক, ২১ আগস্ট।। দিনের শুরুতে কিংস্টনের সাবিনা পার্ক যেন স্বর্গরাজ্য হয়ে উঠেছিল পেসারদের জন্য। আর এর সবটুকু সুবিধায় নিলেন কেমার রোচ-জেইডেন সিলসরা।টসে জিতে বোলিংয়ে নামা ওয়েস্ট ইন্ডিজের দুই পেসারের তোপে ইনিংসের শুরুতেই সাজঘরে পাকিস্তানের তিন টপ-অর্ডার। স্কোরবোর্ডে তখন মাত্র ৩ রান।
দুঃসময় যখন চোখ রাঙাচ্ছে তখন সফরকারীরা উদ্ধার পেল অধিনায়ক বাবর আজম ও ফাওয়াদ আলমের ব্যাটে। মিডল-অর্ডারের এই দুই অভিজ্ঞ ব্যাটসম্যানের মাটি কামড়ানো ব্যাটিংয়ের সুবাদে জ্যামাইকা টেস্টের প্রথমদিনটা একরাশ স্বস্তিতে পার করে দিতে পারল পাকিস্তান।
বাবর-ফাওয়াদের ফিফটিতে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথমদিনে পাকিস্তানের সংগ্রহ ৪ উইকেটে ২১২ রান। শনিবার ব্যাটিংয়ে দ্বিতীয়দিন শুরু করবেন উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ান (২২) ও ফাহিম আশরাফ (২৩)।
‘রিটায়ার্ড হার্ট‘ না হলে বাবরের সঙ্গে জুটিটা আরও বাড়িয়ে নিতে পারতেন ফাওয়াদ। দলীয় ১৬০ রানে যখন তিনি ফিরছেন তখন তার নামের পাশে জ্বলজ্বল করছে ৭৬ রান। তার জন্য মুখোমুখি হতে হয়েছে ১৪৯ বল। চার মেরেছেন ১১টি।
অন্যদিকে স্বাগতিকদের দিনের সফল বোলার রোচ। এই পেসারই উইকেটে গেঁড়ে বসা বাবরকে ফিরিয়ে আরেকবার স্বস্তি এনে দেন উইন্ডিজ শিবিরে। জেসন হোল্ডারের হাতে বন্দী হওয়ার আগে ১৭৪ বলে ১৩ চারে ৭৫ রান করেন বাবর।
তার আগে দিনের শুরুতেই ওপেনার আবিদ আলী (১) ও আজহার আলীকে (০) কিছু বুঝে ওঠার আগেই সাজঘরের পথ দেখান রোচ। আরেক ওপেনার ইমরান বাটকে (১) তুলে নেন সিলস। দুই টেস্ট সিরিজের প্রথমটি এক উইকেটে জিতেছিল ক্যারিবীয়রা।