স্টাফ রিপোর্টার, আগরতলা, ২০ আগস্ট।। রাজ্যের সমস্ত টেকনিক্যাল ইনস্টিটিউশনগুলিকে স্টার্ট আপ ইকো সিস্টেমের আওতায় নিয়ে আসার লক্ষ্যে রাজ্য সরকার ৮ জুলাই, ২০২১ থেকে নিউ জেনারেশন ইনোভেশন নেটওয়ার্ক (NGIN) প্রকল্প চালু করেছে।
প্রকল্প রূপায়ণের জন্য ত্রিপুরা সরকার তিনটি টেকনিক্যাল ডিগ্রী কলেজের সাথে মৌ স্বাক্ষর করেছে। ত্রিপুরা সরকারের আই টি দপ্তরের অধিকর্তা ডা. নরেশ বাবু এন এবং ইকফাই বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার ডা. এ রঙ্গনাথের উপস্থিতিতে ১৮ আগস্ট, ২০২১ তারিখে এক মৌ স্বাক্ষরিত হয়।
তেমনি ১৬ এবং ১৭ আগস্ট, ২০২১ অন্য দুটি মৌ স্বাক্ষরিত হয়েছে যথাক্রমে এন আই টি, আগরতলা ও টেকনো কলেজ অব ইঞ্জিনিয়ারিং, আনন্দনগর, আগরতলার সাথে। প্রকল্পটির মূল উদ্দেশ্য হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে উদ্ভাবনীমূলক গবেষণায় উৎসাহ দেওয়া এবং ছাত্রছাত্রীদের ও রিসার্চ স্কলারদের উৎসাহিত করা।
রিসার্চ স্কলার ও ছাত্রছাত্রীরা যেন তাদের উদ্ভাবনীমূলক জ্ঞানকে ছড়িয়ে দেয় ও তাদের গবেষণার কাজে আর্থিক সহায়তা পায় যাতে সেই জ্ঞানকে কাজে লাগিয়ে বাণিজ্যিক মূল্যযুক্ত কিছু তৈরি করা বা ব্যবসায়িক উদ্যোগ স্থাপনে সমর্থ হয়।
এই প্রকল্পের আওতায় তথ্য ও প্রযুক্তি দপ্তর এসমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে প্রয়োজনীয় পরিকাঠামো তৈরির জন্য ১০ লক্ষ টাকা করে অনুদান হিসেবে দেবে ও পরিচালন ব্যয় বাবদ প্রতি বছর ৫ লক্ষ টাকা দেওয়া হবে।
তাছাড়া আই টি দপ্তর প্রতিটি মৌ অন্তর্ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে প্রতি বছর প্রতিটি প্রজেক্ট-এর জন্য ১ লক্ষ টাকা করে সহায়তা দেবে।
প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে বছরে সর্বোচ্চ এরকম পাচটি প্রজেক্ট-এর জন্য সহায়তা দেওয়া হবে। তথ্য ও প্রযুক্তি দপ্তরের যুগ্ম অধিকর্তা সুপ্রকাশ জমাতিয়া এক প্রেস রিলিজে এ সংবাদটি জানিয়েছেন।