অনলাইন ডেস্ক, ২১ আগস্ট।। লা লিগায় নিজেদের দ্বিতীয় ম্যাচে লেভান্তের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। কিন্ত রবিবার রাতের ম্যাচটিতে লুকা মদরিচকে পাচ্ছে না লস ব্লাঙ্কোসরা। উরুতে চোট পেয়েছেন ক্রোয়েশিয়ান মিডফিল্ডার।শুক্রবার অনুশীলনে এই চোট পান মদরিচ। যার ফলে লেভান্তের বিপক্ষে ম্যাচে কোচ কার্লো আনচেলত্তির স্কোয়াডে নেই একবারের ব্যালন ডি’অর জয়ী তারকা।
এই চোটে কতদিন মদরিচকে মাঠের বাইরে থাকতে হবে তা জানা যায়নি। তবে নিজেদের তৃতীয় ম্যাচে ৩৫ বছর বয়সী মিডফিল্ডারকে পাওয়ার ব্যাপারে আশাবাদী রিয়াল।
লেভান্তের বিপক্ষে ম্যাচের আগে কোচ আনচেলত্তিকে ভাবতে হচ্ছে মাঝমাঠ নিয়ে। মদরিচ ছাড়াও চোটের কারণে ম্যাচটিতে টনি ক্রুসকে পাচ্ছেন না তিনি। এদিকে, মার্টিন ওডেগার্ডের সঙ্গে স্থায়ী চুক্তি করেছে আর্সেনাল। যার ফলে মাঝমাঠে তাদের কোনো বিকল্প নেই রিয়ালের।
শুরুর একাদশে তিনজনকে মাঝমাঠে রাখতে পারেন আনচেলত্তি। সেক্ষেত্রে ব্লাঙ্কোসদের মাঝমাঠে দেখা যেতে পারে কাসেমিরো ও ফেডে ভালভার্দেকে। বাকিজন হতে পারেন ইস্কো বা মার্কো আসানসিও।