অনলাইন ডেস্ক, ২১ আগস্ট।। জার্মান ফুটবলের শীর্ষ লিগ বুন্দেসলিগায় নতুন এক ইতিহাস রচনা করেছেন দুই আমেরিকান কোচ।
শনিবার লিগে লাইপজিগের মুখোমুখি হয় স্টুটগার্ট। এই দুই দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন দুই আমেরিকান।
লাইপজিগের কোচ জেসে মার্শ এবং স্টুটগার্টের পেল্লেগ্রিনিও মাতারাজ্জো। বুন্দেসলিগা ইতিহাসে এবারই প্রথম মুখোমুখি হলেন দুই আমেরিকান কোচ।
ম্যাচ শেষ অবশ্য শেষ হাসি হেসেছেন জেসে মার্শ। তার দল লাইপজিগ নিজেদের মাঠে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে মাতারাজ্জোর স্টুটগার্টকে।