Group-D job Examination: জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ডের মাল্টি টাস্কিং স্টাফ পদে পরীক্ষা দিয়েছেন ৪০ হাজার ২৫৬ জন

স্টাফ রিপোর্টার, আগরতলা, ২০ আগস্ট।। জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড অব ত্রিপুরা (জেআরবিটি)-এর উদ্যোগে আয়োজিত মাল্টি টাস্কিং স্টাফ (গ্রুপ-ডি)’র লিখিত পরীক্ষা আজ সফলভাবে সম্পন্ন হয়েছে।

বোর্ডের চেয়ারম্যান এক প্রেস রিলিজে জানিয়েছেন ৫৫ হাজার ৬৭৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৪০ হাজার ২৫৬ জন পরীক্ষার্থী (৭২.৩০ শতাংশ) আজ পরীক্ষায় বসেছেন। রাজ্যের ৮ জেলার ২ ১৩টি পরীক্ষা কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হয়৷

প্রেস রিলিজে জানানো হয়েছে সমস্ত পরীক্ষা প্রক্রিয়া কোভিড-১৯ স্বাস্থ্যবিধি মেনে আয়োজন করা হয়। পরীক্ষার্থীদের ফ্রেস ট্রিপল লেয়ার মাস্ক, হেন্ড ওয়াশিং মেটিরিয়েলস, সেনিটাইজার, হ্যান্ড গ্লাভস ও ফেইস শিল্ড দেওয়া হয়েছে।

কোভিড পজিটিভ পরীক্ষার্থীদের জন্য রাজ্যের ৮ জেলাতেই ডিস্ট্রিক্ট আইসোলেশন সেন্টারের ব্যবস্থা করা হয়েছিল। আজ ৪ জন কোভিড পজিটিভ পরীক্ষার্থী এই সমস্ত ডিস্ট্রিক্ট আইসোলেশন সেন্টারে লিখিত পরীক্ষা দিয়েছেন।

তাছাড়াও কোভিড-১৯ সিমটোমেটিকদের জন্যও পৃথক আইসোলেশন রুমের ব্যবস্থা করা হয়েছিল। বিশেষভাবে সক্ষম পরীক্ষার্থীদের জন্যও বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছিল।

পরীক্ষার্থী, অভিভাবক, জেলাপ্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মচারি, পুলিশ প্রশাসন, শিক্ষা, স্বাস্থ্য, কর্মবিনিয়োগ ও জনশক্তি দপ্তরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের সার্বিক সহায়তায় মাল্টি টাস্কিং স্টাফ (গ্রুপ-ডি) পদে লিখিত পরীক্ষা নির্বিঘ্নে ও সুষ্ঠভাবে সম্পন্ন হয়েছে।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?