স্টাফ রিপোর্টার, আগরতলা, ২০ আগস্ট৷৷ কেন্দ্রীয় সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রকের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা জিবি হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান প্রতিমা ভৌমিক শুক্রবার আগরতলার প্রধান রেফারেল হাসপাতাল জিবি পরিদর্শন করেন৷
চিকিৎসকদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তিনি৷জিবি হাসপাতালকে কিভাবে দেশে অন্যান্য হাসপাতালের মতো উন্নত করা যায় সেই বিষয়ে গুরুত্ব দিয়ে আলোচনা হয়৷
পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বলেন, গত দেড় বছরে জিবি হাসপাতালে অনেক উন্নয়ন হয়েছে৷ নিউরো সার্জারি বিভাগ সহ বিভিন্ন কঠিন সার্জারি এখন হাসপাতালে হয়৷
পরিষেবার মান আরো দ্রুত মানুষের মধ্যে পৌঁছে দিতে চিকিৎসক এবং স্বাস্থ্য কর্মীদের সাথে আলোচনা হয়েছে৷ সরকার রাজ্যে স্বাস্থ্য পরিষেবাকে ঢেলে সাজাতে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে৷