Fire: দক্ষিণ সিঙ্গিছড়া সিলিন্ডার থেকে লাগা বিধবংসী অগ্ণিকাণ্ডে পুড়ে ছাই বসতঘর

স্টাফ রিপোর্টার, খোয়াই, ২০ আগস্ট৷৷ বাড়িতে রান্নার কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার থেকে লাগা বিধবংসী অগ্ণিকাণ্ডে পুড়ে ছাই বসতঘর৷ গ্যাস সিলিন্ডার ফেটে ভয়াবহ অগ্ণিকাণ্ডের ঘটনাটি ঘটলো শুক্রবার সকাল সাড়ে সাতটা নাগাদ খোয়াই থানাধীন দক্ষিণ সিঙ্গিছড়া গ্রাম পঞ্চায়েতের দু’নম্বর ওয়ার্ডের বাসিন্দা শেফালী দেবের (৬১) বাড়িতে৷

ভয়াবহ অগ্ণিকাণ্ডে নিঃস্ব হয়ে গেলেন বৃদ্ধা৷ পরিধেয় বস্ত্রে আগুন লাগলেও মহিলাকে অক্ষত অবস্থায় কোনরকমে উদ্ধার করা গেছে৷ শেফালী দেব গ্রামের একজন প্রতিবেশীর বাড়িতে থাকেন৷ অগ্ণিনির্বাপক দপ্তরের একটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে৷

ঘটনার বিবরণে জানা যায়, শেফালী দেব’র দুই মেয়ে ছিল৷ মেয়েদের বিয়ে হয়ে যাওয়ার পর থেকে মহিলা ওই গ্রামের বাসিন্দা গুরুদাসের বাড়িতে আশ্রয় নেন৷ শুক্রবার সকাল সাড়ে সাতটা নাগাদ চা বানাতে গিয়ে গ্যাসের সিলিন্ডার থেকে অগ্ণিকাণ্ডের সূত্রপাত হয়৷

সিলিন্ডার ফাটতেই এলাকাবাসী বিকট শব্দ শুনতে পান৷ কাঠ ও টিনের দ্বারা নির্মিত বসতঘরে রান্নাঘর থেকে মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে৷ শেফালী দেব তখনো ঘরের মধ্যেই আটকে পড়েন৷ তার পরিধেয় বস্ত্রেও আগুন লাগে৷ আগুনে বসতঘরটি পুড়ে যায়৷

ঘটনাটি টের পেয়ে বাড়ির মালিক তৎক্ষণাৎ বেরিয়ে এসে মহিলাকে ঘর থেকে উদ্ধার করেন৷ খবর দেওয়া হয় অগ্ণিনির্বাপক দপ্তরকে, ছুটে যায় একটি ইঞ্জিন৷ এলাকাবাসী ও দমকলের কর্মীরা প্রায় ঘণ্টাখানেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে৷

ধবংস হয়ে যায় বসতঘর সহ ঘরের সমস্ত আসবাবপত্র৷ বাড়ির মালিক গুরু দাস জানান, নগদ ছয় হাজার টাকা সহ স্বর্ণ অলঙ্কার মিলিয়ে প্রায় আড়াই লক্ষ টাকা ক্ষয়ক্ষতির পরিমাণ৷ তাছাড়া প্রয়োজনীয় কাগজপত্রও পুড়ে ছাই৷

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?