স্টাফ রিপোর্টার, আগরতলা, ২০ আগস্ট।। আজ আগরতলা সরকারি মেডিকেল কলেজের লেকচার হলে আয়োজিত এক অনুষ্ঠানে কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিককে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। উল্লেখ্য, শ্রীমতি ভৌমিক জিবিপি হাসপাতালের রোগীকল্যাণ সমিতির চেয়ারম্যান।
সংবর্ধনা অনুষ্ঠানে কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ণ প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক বলেন, প্রাথমিকস্তর পর্যন্ত স্বাস্থ্য পরিষেবাকে ঢেলে সাজাতে উদ্যোগ গ্রহণ করেছে কেন্দ্রীয় সরকার। রাজ্যেকে মেডিকেল হাব হিসাবে গড়ে তোলার জন্য প্রয়োজন সকলস্তরের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সম্মিলিত প্রয়াস।
তিনি বলেন, সম্প্রতি রাজ্যে কোভিড মোকাবিলার পাশাপাশি হৃদরোগ, নিউরো ও বিভিন্ন জটিল অস্ত্রোপচারে রাজ্যের চিকিৎসকগণ বিশেষ সাফল্য দেখিয়েছেন।
সংবর্ধনা অনুষ্ঠানে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বলেন, এখন কেন্দ্রীয় ও রাজ্য সরকারগুলির মধ্যে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি রূপায়ণের ক্ষেত্রে সমন্বয় অনেকটাই বেড়েছে। স্বাস্থ্য কাঠামো উন্নয়নে যথেষ্ট আন্তরিক কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ও মন্ত্রক।
তিনি জনকল্যাণে স্বাস্থ্যক্ষেত্রে সরকারের গৃহীত বিভিন্ন ইতিবাচক উদ্যোগ সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত পৌছে দেওয়ার জন্য সবার সহযোগিতা প্রত্যাশা করেন। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী রোগী কল্যাণ সমিতির প্রতিনিধিদের সাথেও সাক্ষাৎ করেন।
এছাড়াও এদিন আগরতলা সরকারি মেডিকেল কলেজ ও জিবিপি, অল ত্রিপুরা গভর্মেন্ট ডক্টরস এসোসিয়েশন, আয়ুষ্মান ভারত (এজিএমসি) এবং নার্স ও সকলস্তরের স্বাস্থ্য কর্মীদের পক্ষ থেকে কেন্দ্রীয় মন্ত্রীকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়।