অনলাইন ডেস্ক, ২১ আগস্ট।। বার বার গুলির শব্দে উত্তপ্ত হয়ে উঠছে উপত্যকা। ফের জম্মু-কাশ্মীরে এনকাউন্টারে নিহত তিন জেএমবি জঙ্গি। ত্রালের ঘটনা।
শুক্রবার পুলওয়ামার খ্রিউ অঞ্চলে দুজন জঙ্গি নিহত হয়, তার আগে বৃহস্পতিবার রাজৌরি জেলার একজন সেনা জওয়ান নিহত হন।
পুলিশ জানিয়েছে, শনিবার সকালে নিরাপত্তা বাহিনীদের সঙ্গে গুলির লড়াই চলে জঙ্গিদের। এনকাউন্টারে নিকেশ হয় জইশ-ই মহাম্মদের তিন জঙ্গি। তবে ওই অঞ্চলে অভিযান জারি আছে। তবে সন্ত্রাসবাদীদের নাম-পরিচয় এখনও জানা যায়নি।
প্রতিরক্ষামন্ত্রকের মুখপাত্র জানিয়েছেন ঘটনাস্থল থেকে তিনটি রাইফেল উদ্ধার হয়েছে।
জম্মু-কাশ্মীর পুলিশের পক্ষ থেকে ট্যুইট করে জানানো হয়েছে, ‘ত্রালে এনকাউন্টারে তিনজন জেএমবি জঙ্গি নিহত হয়েছে। অভিযান এখনও জারি আছে।আরও বিস্তারিত জানার চেষ্টা চলছে’।