অনলাইন ডেস্ক, ২১ আগস্ট।। করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন চেলসি ফরোয়ার্ড ক্রিস্টিয়ান পুলিসিচ। যার ফলে রবিবার ইংলিশ প্রিমিয়ার লিগে ২২ বছর বয়সী উইঙ্গারকে ছাড়ায় আর্সেনালের মুখোমুখি হবে ব্লুজরা।যুক্তরাষ্ট্রের তারকাকে এই সপ্তাহে চেলসির অনুশীলনে দেখা যায়নি। পুলিসিচ স্বেচ্ছা-আইসোলেশনে আছেন নিশ্চিত করেছেন স্টামফোর্ড ব্রিজের কোচ টমাস টুখেল।
চেলসি কোচ বলেন, ‘সে অনুশীলনে নেই। ম্যাচেও তাকে পাওয়া যাবে না।’এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টগ্রামে পুলিসিচ লিখেছেন, তিনি সম্পূর্ণভাবে করোনা ভ্যাকসিন নিয়েছেন এবং তার কোনো উপসর্গ নেই।
গানারদের বিপক্ষে ম্যাচের আগের চেলসির জন্য স্বস্তির হলো, অনুশীলনে দেখা গেছে হাকিম জিয়াচ ও এনগোলা কান্তেকে। উত্তর লন্ডন ডার্বিতে মাঠে দেখা যেতে পারে এই দুই তারকাকে।এমনটাই ইঙ্গিত দিলেন কোচ টুখেল, ‘হাকিম ও এনগোলা আজ অনুশীলন করেছে। নিঃসন্দেহে তাদের তেমন কোনো সমস্যা নেই।’