স্টাফ রিপোর্টার, আগরতলা, ২০ আগস্ট৷৷ রাজ্যে করোনা সংক্রমণ প্রায় এক স্থানে দাঁড়িয়ে আছে৷ গত কয়েকদিনের পরিসংখ্যানে এমনটাই প্রত্যক্ষ করা যাচ্ছে স্বাস্থ্য দপ্তরের বুলেটিনে৷ আগামী সেপ্ঢেম্বর মাস থেকে রাজ্যে শুরু হতে চলেছে পুজার মরশুম৷
প্রশাসনের পক্ষ থেকে নেই যেমন জোরদার প্রচার, একইভাবে বাড়ছে মানুষের অসচেতনতা৷ তবে উদ্বেগের বিষয় হয়ে উঠছে সংক্রমণ নিয়ে মানুষের অসচেতন মনোভাব৷ শহরে প্রতিদিন চলছে রাজনৈতিক কর্মসূচি৷
বেলাগামভাবে মানুষকে রাজনৈতিক নেতৃত্বরা কর্মসূচিতে শামিল করছে৷ গত ২৪ ঘণ্টায় ৪,৯৭০ জনের নমুনা পরীক্ষা করে ৮৯ জনের সংক্রমণ শনাক্ত হয়৷ মৃত্যুর সংখ্যা শূন্য৷
পশ্চিম জেলায় করোনায় নতুন করে আক্রান্তের সংখ্যা ৩৪ জন, সিপাহীজলা জেলায় ৫ জন, খোয়াই জেলায় ৩ জন, গোমতী জেলায় ১৪ জন, দক্ষিণ জেলায় ৯ জন, ধলাই জেলায় ২জন, ঊনকোটি জেলায় ১৩জন এবং উত্তর জেলায় ৯জন৷
সক্রিয় রোগীর সংখ্যা ১,১৭০ জন৷ পজিটিভিটি হার বর্তমানে রয়েছে ১.৭৯ শতাংশ৷ মৃত্যুর হার ০.৯৬ শতাংশ৷ সুস্থতার হার ৯৭.৬১ শতাংশ৷