অনলাইন ডেস্ক, ২১ আগস্ট।। রিয়াল মাদ্রিদের সঙ্গে আরও এক বছর চুক্তি বাড়িয়েছেন ক্লাব অধিনায়ক করিম বেনজেমা। ২০২৩ পর্যন্ত সান্তিয়াগো বার্নাব্যুতে থাকবেন ফরাসি ফরোয়ার্ড।ইতিমধ্যে ১২ বছর রিয়ালে কাটিয়ে দিয়েছেন বেনজেমা। নতুন চুক্তির ফলে স্প্যানিশ ক্লাবটিতে ১৪ বছর কাটাতে যাচ্ছেন তিনি। ২০০৯ সালে ফরাসি ক্লাব লিওঁ ছেড়ে রিয়ালে যোগ দেন ৩৩ বছর বয়সী তারকা।
রিয়ালের জার্সিতে এখন পর্যন্ত ২৮১ গোল করেছেন বেনজেমা। তার মধ্যে লা লিগার গত তিন মৌসুমের প্রতিটিতে ২০ গোলের বেশি গোল করেছেন। রিয়ালের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় পঞ্চম স্থানে আছেন ফরাসি তারকা।
চলতি মৌসুমেও ফর্মে থেকে লা লিগা অভিযান শুরু করেছেন বেনজেমা। গত সপ্তাহে লিগের নতুন মৌসুমে রিয়ালের প্রথম ম্যাচে আলাভেসের বিপক্ষে ৪-১ ব্যবধানে জয়ের ম্যাচে জোড়া গোল করেছেন তিনি।
চলতি বছরে সুসময়ের মধ্যে আছেন বেনজেমা। ইউরো কাপ দিয়ে ফ্রান্স জাতীয় দলে ফিরেছেন তিনি। ফিরেই টুর্নামেন্টে করেছেন চার গোল। সার্জিও রামোস পিএসজিতে চলে যাওয়ায় কার্লো আনচেলত্তির অধীনে লিগ শুরু করেছেন ক্লাবের অধিনায়ক হিসেবে।
বেনজেমা ছাড়াও রিয়ালের সঙ্গে চুক্তি নবায়ন করেছেন থিবু কোর্তোয়া। পাঁচ বছরের জন্য নতুন চু্ক্তিতে সই করেছেন বেলজিয়ান গোলরক্ষক। ২০২৬ সালের জুন পর্যন্ত বার্নাব্যুতে থাকবেন তিনি।