Congress: তালিকা থেকে নায্য ঘর প্রাপকের নাম বাদ যাওয়াতে সোচ্চার কদমতলা ব্লক কংগ্রেস

স্টাফ রিপোর্টার, কদমতলা, ২১ আগস্ট।। পিএমএওয়াই প্রকল্পের তালিকা থেকে নায্য ঘর প্রাপকের নাম বাদ যাওয়াতে সোচ্চার কদমতলা ব্লক কংগ্রেস। কংগ্রেসের পক্ষ থেকে পঞ্চায়েত অফিসে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

উত্তর জেলার কদমতলা ব্লকের অন্তর্গত পূর্ব ফুলবাড়ী গ্রাম পঞ্চায়েতের সতেরো জন পিএমএওয়াই প্রকল্পের ঘর প্রাপকদের নাম বাদ যাওয়াতে সোচ্চার কদমতলা কুর্তি ব্লক কংগ্রেস।

মূলত সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে সোচ্চার হলো ব্লক কংগ্রেস। শনিবার দুপুর বারোটা নাগাদ পূর্ব ফুলবাড়ী গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সচিব রমেন্দ্র রিয়াং‌ এর নিকট এক প্রতিনিধি মূলক ডেপুটেশন প্রদান করে কদমতলা কুর্তি ব্লক কংগ্রেস।

ডেপুটেশনে উপস্থিত ছিলেন কংগ্রেস দলের ত্রিপুরা প্রদেশ সহ-সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী সহ ব্লক কংগ্রেসের কার্যকর্তাগন। ডেপুটেশনে মিলিত হয়ে পঞ্চায়েত সচিবের নিকট একটি প্রতিলিপি তুলে দেওয়া হয় ব্লক কংগ্রেসের পক্ষ থেকে।

ডেপুটেশনে উল্লেখ থাকে যে,২০১১ সালের এসিসি সার্ভের তালিকা পূর্ব ফুলবাড়ী গ্রাম পঞ্চায়েতে পিএমএওয়াই প্রকল্পের আওতাধীন ২০৩ জন বেনিফিশিয়ারির নাম অন্তর্ভুক্ত হয়।সার্ভে অনুসারে ২০৩ জন বেনিফিশিয়ারির মধ্যে ১৪৯ জনের বাড়িতে কাঁচা ঘর এবং ৫৪ জনের বাড়িতে আংশিক পাকা ঘর রয়েছে বলে সার্ভেতে উল্লেখ করা হয়েছে।

কিন্তু উক্ত এলাকার একটি দুষ্টচক্র সাধারণ জনগণ ও স্হানীয় পঞ্চায়েতকে অপদস্ত করার জন্য চলতি মাসের ১০ আগষ্ট কদমতলা ব্লকের ভিডিও র নিকট লিখিত আকারে অভিযোগ করে। অভিযোগে ১৪৯ জন ঘর প্রাপকের নামের মধ্যে ১৭ জনের নামে অভিযোগ আনা হয়।

ঐ ১৭ জন নাকি সরকারি ঘর পাওয়ার ক্যাটাগরিতে পরেনা বলে চক্রটি দাবি করে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, অভিযোগ করার চার দিনের মাথায় অর্থাৎ ১৪ আগষ্ট পূর্ব ফুলবাড়ী গ্রাম পঞ্চায়েতে গ্রাম সংসদ অনুষ্ঠিত হয়।

উক্ত গ্রাম সংসদে এসিসি সার্ভে উল্লেখিত ১৪৯ জন পিএমএওয়াই প্রকল্পের বেনিফিশিয়ারিদের নাম প্রস্তাব আকারে পাশ হয়।সাথে বাকি ৫৪ টি নামও পঞ্চায়েত কর্তৃপক্ষ বিবেচনায় রাখার জন্য গ্রাম সংসদে প্রস্তাব উঠে।

তারপরও কিভাবে গ্রাম সংসদে পাশ হওয়া নামের তালিকা থেকে ১৭ জন বেনিফিশিয়ারির নাম বাদ যাচ্ছে তা নিয়ে ব্লক কংগ্রেস পঞ্চায়েত সচিবের নিকট লিখিত আকারে একটি ডেপুটেশন প্রদান করে।

সাথে গোটা ঘটনাটি সংশ্লিষ্ট দপ্তরের নিকট তদন্তের আর্জি জানান ব্লক কংগ্রেস দলের নেতৃত্বরা। কংগ্রেস নেতৃত্বরা অভিযোগ করে বলেন, একটি দুষ্টচক্র মিথ্যার আশ্রয় নিয়ে সাধারণ জনগন ও রাজ্য সরকারকে হেনস্থা করার প্রয়াস চালাচ্ছে।

এদিকে পূর্ব ফুলবাড়ী গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সচিব রমেন্দ্র রিয়াং‌ বলেন,পিএমএওয়াই প্রকল্পের তালিকা অনুযায়ী ১৪৯ জন কাঁচা ঘরের বসবাসকারীদের মধ্যে থেকে ১৭ জনের বিরুদ্ধে ঘর না দেওয়ার অভিযোগ আনা হয় ভিডিওর নিকট।

ভিডিও অভিযোগটি গ্রাম সংসদে উত্থাপন করার কথা বললেও ১৪ আগষ্ট কোনধরনের অভিযোগ করা হয়নি ১৭ টি নামের বিরুদ্ধে। তাছাড়া সচিব কংগ্রেস দলের লিখিত প্রতিলিপিটি তাঁর উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করবেন বলেও জানান।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?