স্টাফ রিপোর্টার, আগরতলা, ২০ আগস্ট৷৷ এনএসইউআই রাজ্য কমিটি এবং জেলা কমিটি খুব দ্রুত গঠন করা হবে৷ যাতে রাজ্যের ছাত্রছাত্রীদের স্বার্থে আগামী দিনে এনএসইউআই কাজ করতে পারে৷
তবে সম্প্রতি যারা এনএসইউআই ছেড়ে অন্য রাজনীতিক দলের ছাত্র সংগঠনে যোগদান করেছেন তা তাদের ব্যক্তিগত বিষয়৷
কারণ দলত্যাগীরা রাজনৈতিক অধিকার অনুযায়ী এনএসইউআই থেকে অন্য রাজনৈতিক দলের ছাত্র সংগঠনে যোগদান করেছেন৷ কিন্তু ত্রিপুরা রাজ্যে সংগঠনকে মজুবত করতে আগামী দিনে বিভিন্নভাবে কাজ করবে এনএসইউআই৷
শুক্রবার বিকেলে প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন করে একথা বলেন সর্বভারতীয় এনএসইউআই সাধারণ সম্পাদক অনুশেষ শর্মা৷ তিনি বলেন, ইতিমধ্যে দেখা গেছে রাজ্যে এনএসইউআই কর্মী এমডি ইয়াসিন আক্রান্ত হয়েছেন৷
পুলিশ এখন পর্যন্ত কোনো দুষৃকতীকে গ্রেপ্তার করেনি৷ তাই অবিলম্বে দুষৃকতীকারীদের গ্রেপ্তারের দাবি জানান তিনি৷ নয়তো আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবে এনএসইউআই বলে জানান৷
পাশাপাশি এদিন ব্লাড হেল্পলাইন চালু করা হয় এনএসইউআই’র পক্ষ থেকে৷ এদিন সাংবাদিক সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের এনএসইউআই নেতা সম্রাট রায় সহ অন্যান্যরা৷