Ashirvad Yatra: কোভিড প্রোটোকল লঙ্ঘন করে আশীর্বাদ যাত্রা, এফআইআর বিজেপির বিরুদ্ধে

অনলাইন ডেস্ক, ২১ আগস্ট।। কোভিড প্রোটোকল আইন লঙ্ঘন করে আশীর্বাদ যাত্রার করার অভিযোগে নতুন করে এফআইআর দায়ের হল বিজেপির বিরুদ্ধে।

মুম্বইয়ের বিভিন্ন থানায় নতুন করে আরও ১৭টি অভিযোগ দায়ের হয়েছে। উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন সরকারের অধীনে মুম্বই পুলিশ এই এফআইআর দায়ের করে।

এর আগে শুক্রবার পর্যন্ত বিজেপির বিরুদ্ধে মুম্বইয়ের বিভিন্ন থানায় আগেই ১৯টি অভিযোগ দায়ের আছে। এবার ফের নতুন করে করোনা বিধিনিষেধ লঙ্ঘন করার অভিযোগে বিজেপির বিরুদ্ধে আরও ১৭টি অভিযোগ দায়ের হল। এই নিয়ে এখনও পর্যন্ত মোট এফআইআর ৩৬টি।

নতুন অভিযোগগুলি দায়ের হয়েছে মুলান্দ, ঘাটকোপার, ভিকরোলি, ভাণ্ডুপ, পান্তনগর, খার, সান্তাক্রুজ, পাওয়াই, মিডাস, সাকি নাকা, মেঘওয়াড়ি, গোরেগাঁও, চারকপ, বোরিভালি এবং মুম্বইয়ের এমএইচবি পুলিশ স্টেশনে।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার মহারাষ্ট্র সরকারের বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট ও করোনা মোকাবিলায় ব্যর্থতার অভিযোগ তুলে বিজেপির এই কর্মসূচিতে অংশ নেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ, কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রানে এবং অন্যান্য বিজেপি নেতারা।

নতুন করে এফআইআর দায়ের নিয়ে নারায়ণ রানে বলেন, ‘আমরা এই অভিযোগ দায়ের নিয়ে মাথা ঘামাই না।

আগেও আমরা দেখেছি করোনা পরিস্থিতিতে এর আগেও বহু সমাবেশ হয়েছে। কিন্তু তখন এর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। করোনা মোকাবিলায় ব্যর্থ এই সরকার।’

রানে আরও বলেন, ‘ওষুধ থেকে অর্থ রোজগার করছে যে সব মানুষ, মহারাষ্ট্র সরকারের তাদের বিরুদ্ধে কোনও অভিযোগ নেই’।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?