স্টাফ রিপোর্টার, গুয়াহাটি, ২১ আগস্ট।। সোশ্যাল মিডিয়ায় তালিবানকে সমর্থন করার অপরাধে মিলল সাজা। ১৪ জনকে গ্রেফতার করেছে অসম পুলিশ। শুক্রবার রাতেই এই সকলকে গ্রেফতার করা হয়।
কামরূপ মেট্রোপলিটন, বারপেটা, ধুবড়ি, করিমগঞ্জ জেলা, দারং, কাছাড়, হাইলাকান্দি, দক্ষিণ সালমারা, গোয়ালপাড়া এবং হোজাই জেলা থেকে অভিযুক্তদের গ্রেফতার হয়েছে।
ধৃতদের বিরুদ্ধে বেআইনি কার্যকলাপ আইন, আইটি আইন এবং সিআরপিসির বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়েছে বলে এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন।
অসম পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সোশ্যাল মিডিয়ায় তাঁরা সব সময়ের পর্যবেক্ষণ করছেন, যাতে কেউ এই ধরনের পোস্ট না করেন।
@assampolice has arrested 14 persons for social media posts regarding Taliban activities that have attracted provisions of law of the land.People are advised to be careful in posts/likes etc on social media platforms to avoid penal action @CMOfficeAssam @DGPAssamPolice @HMOIndia pic.twitter.com/iQaKTXP74x
— GP Singh (@gpsinghips) August 21, 2021
ডেপুটি ইন্সপেক্টর জেনারেল ভায়োলেট বারুয়া জানিয়ছেন, অসম পুলিশ সোশ্যাল মিডিয়ায় তালেবানপন্থী মন্তব্যের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে। সোশ্যাল মিডিয়ায় নজরদারি চলছে। কারণ এই ধরনের মন্তব্য জাতীয় নিরাপত্তার জন্য ক্ষতিকর।
তিনি ট্যুইট করে জানান, এই ধরনের ব্যক্তিদের বিরুদ্ধে ফৌজদারি মামলা নথিভুক্ত করছি। যদি কারুর নজরে এরকম কিছু আসে তবে দয়া করে পুলিশকে জানান।