Afghanistan: আফগানিস্তানে নতুন সরকার গঠন করতে যাচ্ছেন আবদুল গণি বারাদর, কে এই বারাদর?

অনলাইন ডেস্ক, ২১ আগস্ট।। আফগানিস্তানে নতুন সরকার গঠন করতে যাচ্ছেন তালেবানের সহ-প্রতিষ্ঠাতা মোল্লা আবদুল গণি বারাদর। তার জন্য শনিবার রাজধানী কাবুলে এসে পৌঁছেছেন তিনি।নতুন আফগান সরকার গঠনের লক্ষ্যে তালেবানে তার সহকর্মী এবং অন্যান্য রাজনীতিবিদের সঙ্গে কথা বলার জন্য কাবুল এসেছেন বারাদর।

বারাদরের কাবুল সফর নিয়ে তালেবানের এক সিনিয়র কর্মী জানিয়েছিলেন, ‘জিহাদী নেতা এবং রাজনীতিবিদদের সঙ্গে নতুন সরকার গঠন নিয়ে আলোচনার জন্য কাবুলে যাবেন তিনি।’এই সপ্তাহের শুরুতে কাতার থেকে আফগানিস্তানে পৌঁছান বারাদর। এরপর কান্দাহারে অবস্থান করেন তিনি। দেশটির দ্বিতীয় বৃহত্তম এই শহরটি থেকেই উত্থান হয়েছিল তালেবানদের। অর্থাৎ কান্দাহার হলো তালেবানের জন্মস্থান।বারাদরের ফেরার পর তালেবানরা সময়টাকে ‘ভিন্ন’ বলে অভিহিত করেন।

কে এই বারাদর?

যে চারজনের হাত ধরে ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত হয় জিহাদি দল তালেবান, তাদের একজন হলেন বারাদর।২০০১ সালে মার্কিন নেতৃত্বাধীন আক্রমণে তালেবানদের পতনের পর তিনি বিদ্রোহী দলটির হাল ধরেন।

যুক্তরাষ্ট্র-পাকিস্তানের যৌথ অপারেশনে দক্ষিণ পাকিস্তানের শহর করাচি থেকে ২০১০ সালের ফেব্রুয়ারিতে গ্রেপ্তার হন বারাদর। এর আট বছর শান্তি প্রক্রিয়া পরিকল্পনার অংশ হিসেবে তাকে মুক্তি দেওয়া হয়।

গত বছর, প্রথম তালেবান নেতা হিসেবে সরাসরি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করেন বারাদর। তার আগে টেলিফোনে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা হয় তার।আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সৈন্য সরিয়ে নেওয়ার দোহা চুক্তিতে তালেবানের পক্ষ থেকে স্বাক্ষর করেন বারাদর।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?