অনলাইন ডেস্ক, ২০ আগস্ট।। আফগানিস্তানে ক্ষমতা দখল করা তালেবানদের মেনে নিতে হবে বলে মনে করছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।তিনি বলেন, অন্য দেশের উচিত নয় তাদের চাওয়া-পাওয়া তালেবানদের ওপর চাপিয়ে দেওয়া। তারা এখন আফগানিস্তানের বেশিরভাগ এলাকা নিয়ন্ত্রণে নিয়েছে। তাদের মেনে নিতে হবে, এটাই বাস্তবতা।
তিনি আশা প্রকাশ করে বলেন, তালেবানরা তাদের প্রতিশ্রুতি বাস্তবায়নে ইতিবাচক পদক্ষেপ নেবে।রবিবার তালেবানরা কাবুল নিয়ন্ত্রণে নেয়ার পর এ বিষয়ে প্রথমবারের মতো কথা বললেন পুতিন।
শুক্রবার জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল রাশিয়ায় ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন। তাদের বৈঠক শেষে পুতিন সাংবাদিকদের এ বিষয়ে তার বক্তব্য তুলে ধরেন।