স্টাফ রিপোর্টার, বিশালগড়, ২০ আগস্ট।।চিকিৎসা পরিষেবা পেয়ে সুস্থ হওয়ার জন্য রোগী আসে হাসপাতালে। কিন্তু বিশালগড় হাসপাতালে চিকিৎসা করাতে আসা রোগীরা অপরিচ্ছন্নতার কারণে আরও অসুস্থ হয়ে পড়ছে।
এ বিষয়ে হেলদোল নেই প্রশাসনের। বিশালগড় মহকুমা হাসপাতালটি গুজরালে পরিণত হয়েছে। সাফাই কর্মী থাকা সত্ত্বেও কাজে ফাঁকি দিয়েছে বলে অভিযোগ। হাসপাতাল কর্তৃপক্ষ সবকিছু জেনে শুনেও নীরব দর্শকের ভূমিকা পালন করে চলেছেন।
তাতে মারাত্মক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে হাসপাতালে চিকিৎসাধীন রোগী তাদের পরিবারের লোকজনদেরকে। বিশেষ করে করুনা ভাইরাসের সংক্রমণ জনিত পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতাই জরুরী।
অথচ বিশালগড় মহকুমা হাসপাতালে সাফাই কর্মীদের গাফিলতিতে হাসপাতালের প্রতিটি কক্ষ নরককুন্ডে পরিণত হয়েছে। বিশালগড় মহাকুমা হাসপাতালের শৌচালয় থেকে শুরু করে বিভিন্ন রুমগুলি অপরিষ্কার হয়ে রয়েছে গুরুতর অভিযোগ মিলেছে।
দেখা মিলছে না সাফাই কর্মীদের। বিশালগড় মহকুমা হাসপাতালে চিকিৎসা করাতে আসা রোগীর আত্মীয় পরিজন ক্ষুব্দ হয়ে তাদের অসন্তোষ উগরে দিলেন। বিশালগড় মহকুমা হাসপাতালে দায়িত্বে থাকা সিএমও ডক্টর রঞ্জন বিশ্বাস কর্ণপাত করছেন না।
তাই বিশালগড় মহকুমা হাসপাতালে চিকিৎসা করাতে আসা রোগীরা আরো অসুস্থ হয়ে পড়ছেন বলে অভিযোগ রোগীর আত্মীয় পরিজনদের।
অতিসত্বর হাসপাতাল চত্বর পরিষ্কার-পরিচ্ছন্ন এবংসংস্কারের দাবি জানিয়েছেন রোগীর আত্মীয় পরিজনরা।