অনলাইন ডেস্ক, ২০ আগস্ট।। আফগানিস্তানের রাজধানী কাবুলের ১৫০ কিলোমিটার উত্তরের পাঞ্জশির উপত্যকায় তালেবান গোষ্ঠীকে প্রতিরোধের উদ্যোগ নেওয়া হয়েছে।
তালেবানের কাবুল দখলের মধ্যে দেশত্যাগ করা ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ এবং প্রখ্যাত এক তালেবানবিরোধী যোদ্ধার ছেলে আহমাদ মাসউদের নেতৃত্বে প্রতিরোধ গড়ে তোলা হচ্ছে বলে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ জানিয়েছেন।
মস্কোয় এক সংবাদ সম্মেলনে রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, তালেবান এখনো পুরো আফগানিস্তানের নিয়ন্ত্রণ নিতে পারেনি। পাঞ্জশিরে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হচ্ছে।
এদিকে ন্যাশনাল রেজিস্ট্যান্স ফ্রন্ট অব আফগানিস্তানের নেতা আহমাদ মাসউদও যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টে এক নিবন্ধে তালেবানবিরোধী লড়াইয়ে যোগ দেওয়ার জন্য লোকজনের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, তার যোদ্ধারা আরও একবার পাঞ্জশিরে তালেবানকে পরাস্ত করতে প্রস্তুত। কিন্তু তাদের আরও অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য সরঞ্জাম দরকার।