Supreme Court: সুপ্রিম কোর্টের বিচারপতি পদে উন্নীত করার তালিকা থেকে এ এ কুরেশির নাম বাদ দিল কলেজিয়াম
স্টাফ রিপোর্টার, নয়াদিল্লি, ২০ আগস্ট।। সুপ্রিম কোর্টের বিচারপতি পদে উন্নীত করার তালিকা থেকে কলেজিয়াম বুধবার হাইকোর্টের অন্যতম প্রবীন বিচারপতি আকিল আব্দুলহামিদ কুরেশির নাম বাদ দিয়েছে।
সুপ্রিম কোর্টের কলেজিয়ামের নেতৃত্বে রয়েছেন দেশের প্রধান বিচারপতি এন ভি রামানা। আর এফ নরিম্যানের অবসর নেওয়ার পর এই কলেজিয়াম নয়জন মুখ্য বিচারপতি ও বিচারপতিকে ছাড়পত্র দিয়েছে।
জানা গেছে, বিচারপতি নরিম্যান যখন এই কলেজিয়ামে ছিলেন তখন তিনি কুরেশির নাম সুপারিশ করেছিলেন।
১২ আগস্ট এদিকে, বর্তমান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যখন গুজরাতের গৃহমন্ত্রী ছিলেন তখন সোহরাবুদ্দিন শেখ এনকাউন্টার মামলায় তাঁকে সিবিআই হেফাজতে পাঠিয়েছিলেন।
তাই কি বিচারপতি নরিম্যানের সুপারিশ সত্ত্বেও তাঁকে তালিকা থেকে বাদ দেওয়া হল পুরনো ‘প্রতিহিংসা’ চরিতার্থ করতে? বিশেষজ্ঞ মহলে ঘোরাঘুরি করছে এমনই প্রশ্ন।