অনলাইন ডেস্ক, ২০ আগস্ট।। মার্টিন ওডেগার্ডের সঙ্গে স্থায়ী চুক্তি সম্পন্ন করেছে আর্সেনাল। ৩০ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে রিয়াল মাদ্রিদ ছেড়ে গানারদের সঙ্গে চুক্তিপত্রে সই করলেন ২২ বছর বয়সী এই মিডফিল্ডার।
গত মৌসুমের অর্ধেক সময় ধারে এমিরেটসে কাটিয়েছেন ওডেগার্ড। আর্সেনালের হয়ে ২০ ম্যাচ মাঠে নেমেছেন তিনি। সব প্রতিযোগিতা মিলিয়ে করেছেন দুই গোল।নতুন মৌসুম শুরুর আগে ওডেগার্ড ছাড়াও বেন হোয়াইট, আলবার্ট সাম্বি লোকোঙ্গা ও নুনো তাবারেসে সঙ্গে চুক্তি করল গানাররা।
তবে ভিসা জটিলতার কারণে ওডেগার্ড রবিবার প্রিমিয়ার লিগে চেলসির বিপক্ষে খেলতে পারবেন না। ২০১৫ সালে স্ট্রমসগডসেট থেকে রিয়াল মাদ্রিদে যোগ দেন এই নরওয়েজীয় তারকা। কিন্তু স্প্যানিশ জায়ান্টদের জার্সিতে মাত্র ৮টি লিগ ম্যাচে দেখা গেছে তাকে।
এমিরেটসে আসার আগে ওডেগার্ড ধারে হীরেনফিন, ভিতেস্সে ও রিয়াল সোসিয়াদাদে কাটান। গত মৌসুম শেষের পর গানারদের কোচ মাইকেল আর্তেতা ক্লাব কর্তৃপক্ষকে সরাসরি জানান, স্থায়ীভাবে তিনি এই নরওয়েজীয় মিডফিল্ডারকে দলে চান। এরপর থেকে লস ব্লাঙ্কোসদের সঙ্গে আলোচনা শুরু করে গানাররা। ৩১ আগস্ট ট্রান্সফার উইন্ডোজের পর্দা নামার আগে ঠিকই ওডেগার্ডকে স্থায়ীভাবে দলে ভেড়াল আর্সেনাল।