অনলাইন ডেস্ক, ২০ আগস্ট।। সোশ্যাল মিডিয়া থেকে বিদায় নেওয়ার ব্যাপারে বিবেচনা করছেন নিউক্যাসল ইউনাইটেড মিডফিল্ডার জো উইলক। কারণটা আঁতকে ওঠার মতোন। প্রতিদিন কেউ না কেউ তাকে বর্ণবাদী বার্তা পাঠান সোশ্যাল মিডিয়ায়।
বিবিসি রেডিও’কে এই কষ্টের কথায় জানালেন উইলক। কেবল ‘চমৎকার কিছু ভক্ত-সমর্থক’ তাকে এখনো সমর্থন জানাচ্ছেন বিধায় সোশ্যাল মিডিয়ায় আছেন ২১ বছর বয়সী তারকা। নয়তো এই প্ল্যাটফর্মকে বিদায় জানাতেন, যোগ করেন উইলক।
সাবেক আর্সেনাল মিডফিল্ডার বলেন, ‘আমি প্রতিদিনের সমর্থকদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করতে চাই না।’তবে প্রতিদিন যে বর্ণবাদী বার্তা পেয়ে থাকেন তার সম্পর্কে বলেন, ‘প্রতিদিন আমি মেসেজ পাই। সেসব মেসেজে আমার গাত্রবর্ণ বা ভিন্নতা নিয়ে কথা বলে। যা সত্যিই খুবই ন্যক্কারজনক।’
গত সপ্তাহে আর্সেনাল ছেড়ে ছয় বছরের চুক্তিতে স্থায়ীভাবে সেন্ট জেমস পার্কে এসেছেন উইলক। তার আগে ছিলেন ধারে। কিন্তু শুরুতেই বর্ণবাদের মতো ঘৃণ্য বিষয়কে সামাল দিতে হচ্ছে এই ইংলিশ মিডফিল্ডারকে।