স্টাফ রিপোর্টার, নয়াদিল্লি, ২০ আগস্ট।। পর্যটনকে ঢেলে সাজাতে উদ্যোগী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার গুজরাটের সোমনাথের পার্বতী মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী।
এদিন ভার্চুয়ালি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে মোদি বলেন, ধর্মীয় স্থানগুলিকে আরও বেশি করে পর্যটমুখী করে তুলতে হবে। সেই সঙ্গে প্রধানমন্ত্রী বলেন, এই ধরনের প্রকল্প যুবকদের বেকার সমস্যা দূর করবে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, গুজরাটের সোমনাথের বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন করেন ও পার্বতী মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপণ করেন।
মোট ৩০ কোটি টাকা ব্যয়ে এই মন্দির নিমার্ণ করা হবে। এদিন প্রধানমন্ত্রী ভার্চুয়ালি সোমনাথ প্রদর্শনী কেন্দ্র, পুরনো (জুনা) মন্দিরের পুনর্গঠিত এলাকা পরিদর্শন সারেন।
এদিনের অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি। শিলান্যাস অনুষ্ঠানে অমিত শাহ বলেন, সোমনাথের উন্নয়ন মন্দিরে পর্যটকদের আকর্ষণ করবে।