স্টাফ রিপোর্টার, নয়াদিল্লি, ২০ আগস্ট।। চতুর্দিকে উত্তপ্ত রাজনৈতিক বাতাবরণের মধ্যে দিল্লির বিমানবন্দরে চাঞ্চল্য। এক যাত্রীর ব্যাগ থেকে মিলল বুলেট।
ঘটনায় ওই যাত্রীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে দিল্লির ইন্দিরা গান্ধি ন্যাশনাল বিমানবন্দরে চেকিংয়ের সময় ওই যাত্রীর ব্যাগ থেকে বুলেট পাওয়া যায়।
সিআইএসএফ ওই ব্যক্তিকে আটক করেছে। নিউইয়র্ক থেকে ওই যাত্রী দিল্লি এসে পৌঁছেছিলেন বলে খবর। এর সেখান থেকে তার নাগপুর যাওয়ার কথা ছিল।
এয়ার ইন্ডিয়ার নিউইয়র্ক-দিল্লি বিমান ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পরেই ওই যাত্রীর ব্যাগ থেকে বুলেট উদ্ধার করে পুলিশ৷ ওই ব্যক্তির দিল্লি থেকে শুক্রবার ভোর ৫টা ২০’র বিমানে নাগপুরের উদ্দেশে যাত্রা করার কথা ছিল।
সমস্ত ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। জিজ্ঞাসাবাদ চলছে। কেন ওই যাত্রী ব্যাগে করে বুলেট নিয়ে যাচ্ছিল, তাও জানার চেষ্টা চালানো হচ্ছে।