অনলাইন ডেস্ক, ২০ আগস্ট।। নতুন ক্লাবে লিওনেল মেসির খেলা দেখার জন্য উদ্গ্রীব ফুটবল বিশ্ব। কিন্তু প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) সমর্থক এবং ফুটবল প্রেমীদের অন্তত আরও এক সপ্তাহ অপেক্ষা করতে হচ্ছে ফ্রান্সের ফুটবলে আর্জেন্টাইন ফরোয়ার্ডের অভিষেকের জন্য।
লিগ ওয়ানে ব্রেস্ট’র বিপক্ষে ম্যাচ দিয়ে আনুষ্ঠানিকভাবে পিএসজির জার্সিতে অভিষেকের গুঞ্জন শোনা গিয়েছিল। কিন্তু শুক্রবার দিবাগত রাতে হতে যাওয়া ম্যাচটিতে সাবেক বার্সেলোনা তারকাকে স্কোয়াডে রাখেননি পার্ক দে প্রিন্সেসের কোচ মাউরিসিও পচেত্তিনো।
হয়তো লিগে রেইমসের বিপক্ষে ম্যাচ দিয়ে বার্সা পরবর্তী ফুটবল শুরু করতে পারেন মেসি। তার জন্য অপেক্ষা করতে হবে আরও এক সপ্তাহ। ম্যাচটি হবে ২৯ আগস্ট। যার পিএসজির জার্সিতে দেখার অপেক্ষা বাড়ছে মেসি ভক্তদের।
ব্রেস্টের বিপক্ষে থাকছেন না প্যারিসের আরেক বড় তারকা নেইমারও। সঙ্গে নেই মেসির স্বদেশি লিয়ান্দ্রো পেরেদেসও। এই দুই তারকাকে শেষবার মাঠে দেখা গিয়েছিল কোপা আমেরিকার ফাইনালে। এরপর লিগ শুরু হলেও এখনো মাঠে দেখা যায়নি নেইমার-পেরেদেসকে।
ব্রেস্টের বিপক্ষে মেসির স্কোয়াডে না থাকার বিষয়টি নিশ্চিত করেছে স্প্যানিশ ক্রীড়া মাধ্যম মার্কা। লিগে পিএসজির চতুর্থ ম্যাচ রেইমসের বিপক্ষে ৩৪ বছর বয়সী তারকার থাকার বিষয়ে ইঙ্গিত দিয়েছে তারা।
এরপর আন্তর্জাতিক বিরতিতে ফের আর্জেন্টিনার জার্সিতে দেখা যাবে মেসিকে। ২০২২ বিশ্বকাপ বাছাইয়ে লাতিন অঞ্চলে ভেনেজুয়েলা, ব্রাজিল ও বলিভিয়ার বিপক্ষে খেলবে কোপা আমেরিকা জয়ীরা।