স্টাফ রিপোর্টার, আমবাসা, ২০ আগস্ট।। ধলাই জেলার আমবাসা চান্দ্রাই ছড়া এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে আমবাসা পুর পরিষদে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করল সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি। দীর্ঘদিন ধরেই আমবাসা চান্দ্রাই ছড়া এলাকার রাস্তাটি বেহাল দশায় পরিণত হয়ে রয়েছে।
ছোট বড় দুর্ঘটনা প্রায়ই ঘটে চলেছে। রাস্তা সংস্কার সহ এলাকার বিভিন্নন দাবি নিয়ে সোচ্চার হয়েছে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির আমবাসা বিভাগীয় কমিটি।
সংগঠনের পক্ষ থেকে মোট ৭দফা দাবিতেে পুুর পরিষদের দায়িত্ব প্রাপ্ত আধিকারিকের কাছে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করা হয়।
সাত দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য দাবি হল ,আমবাসা চান্দ্রাই ছড়া এলাকার রাস্তাটি পুনরায় নির্মাণ করা, চান্দ্রাইছড়া এলাকায় নিয়মিত পানীয় জল সরবরাহ করা, এলাকার রাস্তার পাশের স্ট্রিট লাইট মেরামত করা প্রভৃতি।
আমবাসা পরিষদের দায়িত্ব প্রাপ্ত কর্তৃপক্ষের কাছে ৭ দফা দাবি নিয়ে শুক্রবার মিলিত হয় সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি। এই ডেপুটেশনে নেতৃত্ব দেন নিখিম রাঙ্খল।
কর্তৃপক্ষ দাবি গুলি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন বলে প্রতিনিধি দলের পক্ষ থেকে জানানো হয়েছে।