Malaysia: ইসমাইল সাবরি ইয়াকুবকে মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন রাজা আল সুলতান আব্দুল্লাহ

অনলাইন ডেস্ক, ২০ আগস্ট।। ইসমাইল সাবরি ইয়াকুবকে মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন রাজা আল সুলতান আব্দুল্লাহ। মুহিইদ্দিন ইয়াসিনের স্থলাভিষিক্ত হলেন ইসমাইল সাবরি।পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর চলতি সপ্তাহে পদত্যাগ করেছিলেন মুহিইদ্দিন। শুক্রবার ঊর্ধ্বতন অন্যান্য মালয় শাসকদের সঙ্গে সাক্ষাতের পর সাবরিকে নবম প্রধানমন্ত্রী হিসাবে নিয়োগের আদেশ দেন রাজা।

শনিবার রাজধানী কুয়ালা লামপুরের রাজপ্রাসাদে সাবরি শপথ নেবেন। বৃহস্পতিবারেই পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর পরবর্তী সরকার গঠনের অপেক্ষায় ছিলেন সাবরি।সোমবার যে জোট সরকারের পতন হয়েছে সেই সরকারের এমপিদেরই সমর্থন পেয়েছেন তিনি।

মালয়েশিয়ার রাজার প্রাসাদ থেকে এক বিবৃতিতে জানানো হয়, ২২২ আসনের পার্লামেন্টে ১১৪ জনের সমর্থন পেয়ে সামান্য সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছেন ৬১ বছর বয়সী ইসমাইল সাবরি।

এর আগে তার পূর্বসরি মুহিইদ্দিন ইয়াসিনকে মাত্র ১৭ মাসের নড়বড়ে সরকার নিয়েই কোভিড সংক্রমণের ঊর্ধ্বগতি আর অর্থনৈতিক সংকট মোকাবেলায় লড়তে হচ্ছিল। তারপরও আস্থা ভোটে টিকে থাকার সবরকম চেষ্টা করেছিলেন তিনি।কিন্তু শেষ রক্ষা হয়নি। গত ১৩ অগাস্টেই মুহিউদ্দিন ইয়াসিন প্রথমবারের মত স্বীকার করে নেন, সংখ্যাগরিষ্ঠ আইনপ্রণেতার সমর্থন তার পক্ষে নেই।

এখন তার জায়গায় নতুন প্রধানমন্ত্রী হিসাবে ইসমাইল সাবরির নিয়োগ নিশ্চিত হওয়ায় তিন বছর পর আবারও মালয়েশিয়ার শাসন ক্ষমতায় এল ইউনাইটেড মালয়স ন্যাশনাল অর্গানাইজেশন (ইউএমএনও) পার্টি

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?