স্টাফ রিপোর্টার, আগরতলা, ২০ আগস্ট।। আজ থেকে শুরু হল জেআরবিটি গ্রুপ ডি পরীক্ষা। আগামী রবিবার অনুষ্ঠিত হবে গ্রুপ সি পরীক্ষা। শুক্রবার যাবতীয় সরকারি গাইডলাইন অনুযায়ী যা যা নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী গ্রুপ ডি পরীক্ষার্থীরা পরীক্ষা হলে প্রবেশ করেন।
রাজ্য সরকার জেআরবিটি গ্রুপ ডি ও গ্রুপ সি কর্মী নিয়োগের জন্য কর্মী শুক্রবার থেকে ইন্টারভিউ গ্রহণের কাজ শুরু করেছে । রাজ্য অবস্থিত চাকরিপ্রার্থীরা ইন্টারভিউতে অংশ নিচ্ছে। শুক্রবার প্রথম দিনে পরীক্ষা গ্রহণ পর্ব মোটামুটি শান্তিপূর্ণভাবে অতিবাহিত হয়েছে।
পশ্চিম ত্রিপুরা জেলায় মোট ৪৬টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা গ্রহণ করা হয় । রাজধানী আগরতলা শহরের শিশু বিহার স্কুল পরীক্ষা কেন্দ্রে বহির রাজ্যের পরীক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেন। শিশু বিহার পরীক্ষা কেন্দ্রে মোট ৩৩৬ জন পরীক্ষার্থী পরীক্ষায় বসেছে।
তাদের প্রত্যেকেই বহির রাজ্যের বাসিন্দা। পশ্চিমবঙ্গ, আসাম, রাজস্থান এবং ঝাড়খন্ড থেকে পরীক্ষার্থীরা এবং ঝাড়খন্ড থেকে পরীক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষা কেন্দ্রের ইনচার্জ জানান করোণা বিধি মেনেই পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে প্রবেশের অনুমতি দেয়া হয়েছে।
বহির রাজ্যের যেসব পরীক্ষার্থী এখানে পরীক্ষা দিতে এসেছেন তাদের প্রত্যেককে ৯৬ ঘণ্টার মধ্যে ইস্যু করা আরটিপিসিআর নেগেটিভ রিপোর্ট দেখানো বাধ্যতামূলক।। প্রত্যেক পরীক্ষার্থীকে থার্মাল স্ক্রীনিং করে ভিতরে প্রবেশ করতে দেওয়া হয়। এক্ষেত্রে মাস্ক থাকাও বাঞ্ছনীয়।
কোন কারণে কোনো পরীক্ষার্থী মা নিয়ে না আসলে পরীক্ষা কেন্দ্র থেকে প্রদানের ব্যবস্থা করা হয়। পরীক্ষা গ্রহণের আগে পরীক্ষা কেন্দ্রের প্রতিটি কক্ষ স্যানিটাইজ করা হয়।
অন্যান্য যাবতীয় নিরাপত্তা ব্যবস্থাও করা হয়। আগামী রবিবার গ্রুপ সি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পশ্চিম ত্রিপুরা জেলায় ৮৫ টি কেন্দ্রে গ্রুপ সি পরীক্ষা গ্রহণ করা হবে।
এদিকে আজ একাংশ পরীক্ষার্থী জেআরবিটি গ্রুপ ডি পরীক্ষা দিতে পারল না ।
আসতে কারোর পাচঁ মিনিট কারোর নয় মিনিট দেরি হয়েছে বলে তাদেরকে বড়জলা স্কুল পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দেওয়া হয় নি বলে অভিযোগ। সংশ্লিষ্ট পরীক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে।
তাদের অনেকেই জানিয়েছে ট্রাফিক জ্যামের কারণে সময়মতো তারা পরীক্ষা কেন্দ্রে এসে পৌঁছাতে পারেনি। বারবার অনুরোধ করেও তারা পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারেননি বলে অভিযোগ করা হয়।
গ্রুপ ডি পরীক্ষা গ্রহণকে কেন্দ্র করে অবশ্য কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর মিলেনি। আগামী রবিবার গ্রুপ সি পরীক্ষা গ্রহণের জন্য ইতিমধ্যেই যাবতীয় প্রস্তুতি শুরু হয়ে গেছে।