Food meals: স্বাস্থ্যকেন্দ্রে ৮ মাস যাবত চিকিৎসাধীন রোগীদের খাবার দেওয়া হচ্ছে না

স্টাফ রিপোর্টার, শান্তিরবাজার, ২০ আগস্ট।।শান্তিরবাজার মহকুমার অন্তর্গত রামরাইবাড়ি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে দীর্ঘ ৭ মাস যাবত হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের খাবার সরবরাহ করা হচ্ছে না।

হাসপাতালে চিকিৎসাধীন রোগীর তাদের পরিবারের লোকজনদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে।

রাজ্যের প্রতিটি হাসপাতালেই চিকিৎসাধীন রোগীদের জন্য টিফিন ও খাবারের প্রয়োজনীয় ব্যবস্থা রয়েছে। সরকার এজন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করে থাকে।

কিন্তু লক্ষনীয় বিষয় হলো, দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তিরবাজার মহকুমার অন্তর্গত জোলাইবাড়ির রামরাইবাড়ি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে বিগত থেকে ৮ মাস যাবত হাসপাতালে চিকিৎসারত রোগীদের খাবার দেওয়া হয়না ।এমনটাই অভিযোগ চিকিৎসাধীন রোগী ও তাদের পরিবারের লোকজনদের। শুধুমাত্র সকালবেলা টিফিন দেওয়া হয়।

এ নিয়ে রোগীর আত্মীয় পরিজন ও এলাকাবাসীরা জানান হাসাপাতাল কর্তৃপক্ষের নিকট জানতে চাইলে উনারা জানান হাসপাতালে রান্না করার লোকজন নেই ।তাই রোগীদের খাবার দেওয়া সম্ভব হয়ে‌ উঠছে না।

রামরাইবাাড়ি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে সঠিক ভাবে রোগীদের খাবার সংগ্রহের জন্য এলাকাবাসী ও রোগির আত্মীয় পরিজনের পক্ষ থেকে জোরালো দাবি উঠেছে।

হাসপাতালের সমস্যা নিয়ে সংবাদমাধ্যমের সামনে জানান হাসপাতালে চিকিৎসারত রোগী ও এলাকার লোকজন।

অবিলম্বে রোগীদের জন্য সরকারি বরাদ্দকৃত খাবার সরবরাহ করার জন্য জোরালো দাবি উঠেছে।এখন দেখার বিষয় রোগীদের খাবারের ব্যাবস্থা করতে দপ্তর কি পদক্ষেপ গ্রহন করে।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?