স্টাফ রিপোর্টার, গন্ডাছড়া, ২০ আগস্ট।। ধলাই জেলার গন্ডাছড়ায় বিদ্যুৎ লাইন সারাই করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে এক বেসরকারী বিদ্যুৎ কর্মীর।
মৃত ব্যক্তির নাম অনিভাস সরকার।
বিদ্যুৎ লাইন সারাই করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে আরো এক বেসরকারি বিদ্যুৎ কর্মীর।
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু বেসরকারি বিদ্যুৎ কর্মীর নাম অনিভাস সরকার। বাড়ি গন্ডাছড়া থানাধীন নারায়নপুর এডিসি ভিলেজের জয় কিশোর প্রধান পাড়া। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাত প্রায় সাড়ে আটটা নাগাদ।
এই সময় সে বিষ্ণুরাম পাড়ায় বিদ্যুত লাইন সারাই করছিল। তখনই ঘটে মর্মান্তিক দুর্ঘটনাটি। সহকর্মীরা সেখান থেকে তাকে দ্রুত গন্ডাছড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
অনিভাস সরকার গন্ডাছড়া বিদ্যুৎ দপ্তরের বেসরকারী কোম্পানির অধীনস্থ বেসরকারী কর্মচারী হিসাবে কর্মরত ছিলেন। তার অকাল মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে।