স্টাফ রিপোর্টার, নয়াদিল্লি, ২০ আগস্ট।। উত্তর- পূর্ব দিল্লিতে গত বছর ভয়াবহ দাঙ্গার সময় একটি ভিডিও ভাইরাল হয়। যাতে দেখা যায়, দিল্লি পুলিশের কর্মীরা দাঙ্গায় আহত পাঁচজন যুবককে মাটিতে পড়ে থাকা অবস্থায় জাতীয় সঙ্গীত গাইতে জোর করছেন।
তুমুল নিন্দা হয় সেই ভাইরাল ভিডিওর জেরে। একবছর পর সেই তিন পুলিশ কর্মীকে চিহ্নিত করল দিল্লি পুলিশ। আহতদের মধ্যে একজন পরে মারাও যান। এমন অমানবিক কাজের জন্য রোষের মুখে পড়ে পুলিশ।
ক্রাইম ব্রাঞ্চের বিশেষ তদন্তকারী দল ১০০ জনেরও বেশি পুলিশ কর্মীকে জেরা করেন, বহু নথি খতিয়ে দেখেন। প্রায় ১৭ মাস পর পুলিশ ওই তিন অভিযুক্ত কর্মীকে খুঁজে বের করেছে। এক শীর্ষ আধিকারিক তা নিশ্চিত করেছেন। তাদের লাই ডিটেক্টর টেস্ট করা হবে বলে জানা গিয়েছে।
উল্লেখ্য, গত বছর ২৫ ফেব্রুয়ারি যে ঘটনা হয়েছিল ৬৬ নম্বর ফুটা রোডে, তিন-চারটি থানা বেষ্টিত এলাকায় কর্তব্যরত পুলিশ কর্মীদের খুঁজে বের করতে কেন দিল্লি পুলিশ গড়িমসি করছে।
ভিডিওতে পরিষ্কার দেখা গিয়েছিল তিন পুলিশ কর্মী, ওই পাঁচ যুবককে জাতীয় সঙ্গীত গাইতে জোর করছিলেন। সেই সময় মাটিতে শুয়ে যন্ত্রণায় কাতরাচ্ছিলেন ওই পাঁচ জন। পরে একজন মারাও যান।
জন-গণ-মন এবং বন্দে মাতরম গাওয়ার জন্য যে পাঁচজনকে জোর করছিল অভিযুক্ত পুলিশ কর্মীরা তাঁদের খুঁজে বের করতে লাগল ১৭ মাসেরও বেশি।
আহতদের মধ্যে ফয়জান নামে এক যুবক থানা থেকে ছাড়া পাওয়ার একদিন পর হাসপাতালে মারা যান।