অনলাইন ডেস্ক, ২০ আগস্ট।। চেলসি থেকে ধারে লিগ ওয়ানের দল লিওঁতে যোগ দিয়েছেন এমারসন পালমিয়েরি। চলতি মৌসুমের শেষ পর্যন্ত ক্লাবটিতে থাকবেন তিনি।
২০১৮ সালের জানুয়ারিতে রোমা ছেড়ে স্টামফোর্ড ব্রিজে এসেছিলেন এমারসন। এরপর থেকে ব্লুজদের জার্সিতে ৭১ ম্যাচ খেলেছেন তিনি। জিতেছেন চ্যাম্পিয়নস লিগ, ইউরোপা লিগ ও সুপার।
২৭ বছর বয়সী ডিফেন্ডার ইতালির হয়ে ইউরো কাপও জিতেছেন। চলতি মৌসুমের লিগ ওয়ানে পয়েন্ট তালিকার ১৭তম স্থানে আছে লিওঁ। ২ ম্যাচে তাদের পয়েন্ট মাত্র ১।